থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কমপক্ষে ২২ জন নিহত হয়। নাখোন রাচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপন চিন্নাওং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন এই ঘটনায় ২২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবোন রাচাথানি প্রদেশের দিকে একটি ট্রেনে যাওয়ার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, একটি দ্রুত গতির রেল প্রকল্পে কাজ করার জন্য একটি ক্রেন ব্যবহার করা হচ্ছিল আর সেটাই হঠাৎ ভেঙে পড়ে এবং পাশ দিয়ে যাওয়া ট্রেনটিকে ধাক্কা দেয়। নিমেষের মধ্যেই ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেটাতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর আগুন নিভে গেলেও উদ্ধার কাজ চলছে। নাখোন রাচাসিমার জনসংযোগ বিভাগ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনে কতজন যাত্রী ছিলেন সেটা যদিও স্পষ্ট নয়।



