মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক ‘বিশ্রাম’ নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের সকালে কলকাতার ১৩ ডিগ্রি তাপমাত্রায় খুশি হতে পারছে না বাঙালি? সাগরের স্নান করতে আসা পুণ্যার্থী থেকে সাধারণ মানুষের একটা বড় অংশ বলছেন পৌষের শেষ দিনে আরও একটু হাড় কাঁপানো ঠান্ডা পড়া উচিত ছিল। কিন্তু হাওয়া অফিস (Weather Department) বলছে, শীতের অনুভূতি এতটুকু কমেনি। শনিবার পর্যন্ত কুয়াশা মারবে দক্ষিণবঙ্গে। উত্তরেও একই ছবি। দৃশ্যমান্যতার অভাবের কারণে উত্তরবঙ্গের জেলায় জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে পারতপতন চলছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে, জোরালো উত্তুরে হাওয়ায় বৃহস্পতিবার থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে রাজ্যে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হবে। ঠান্ডা বাড়ছে উত্তরে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

–
–

–

–

–

–

–

–


