জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে বাংলার মেয়েরা। ২০২৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানের জয়পুরে। ১৫–১৬ বছর বিভাগে সেরার শিরোপা জিতে নিয়েছে মালদহের মেয়ে প্রিন্সিপ্রিয়া ভৌমিক। তাঁর এই সাফল্যে শুধু পরিবার নয় খুশি গোটা বাংলা।

ইংরেজবাজার শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী। এই প্রতিযোগিতায় দেশের ২৫টি রাজ্য থেকে ৫ থেকে ১৬ বছর বয়সী বাছাই করা মোট ১৭২ জন প্রতিযোগী ফাইনালে অংশ নেয়। সেই কঠিন মঞ্চে নিজের আত্মবিশ্বাস, মেধা ও উপস্থাপনার জোরেই সেরার স্বীকৃতি আদায় করে নেয় বাংলার এই কিশোরী। আরও পড়ুন: অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

শুধু প্রিন্সিপ্রিয়াই নন, ৮–১০ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আসানসোলের আরোহী চট্টোপাধ্যায়। একই বিভাগে ফার্স্ট রানার্স-আপ হয়েছে মধুপর্ণা সিদ্ধান্ত। তাঁর বাড়ি মালদহের ঘোড়াপীর এলাকায়। এই প্রতিযোগিতায় ছিন্নমস্তা কালীর সাজে মধুপর্ণার উপস্থাপনা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ৫–৭ বছর বিভাগে প্রথম রানার্স-আপ হয়েছে মধ্যমগ্রামের সুহানি নন্দী।
প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী রিভা অরোরা, মিস সুপ্রান্যাশনাল ইন্ডিয়া শেফালি সুদ, টেলিভিশন সাংবাদিক আলোক শ্রীবাস্তব, আইপিএস অফিসার ড. প্রশান্ত চৌবে, ফ্যাশন ডিজাইনার কৃতি রাঠোর, কাস্টিং ডিরেক্টর শোভা গোরি, আন্তর্জাতিক শিক্ষাবিদ উন্নতি সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
নিজের সাফল্য সম্পর্কে প্রিন্সিপ্রিয়ার বক্তব্য, “এই জয়কে আমি পরিবারের জয় হিসেবেই দেখি। পরিবার সব সময় পাশে ছিল। পড়াশোনার পাশাপাশি দেশের জন্য কিছু করতে চাই। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে পরিশ্রম চালিয়ে যাব।” জুনিয়র মিস ইন্ডিয়ার মঞ্চে একের পর এক সাফল্য প্রমাণ করে দিল—মেধা, আত্মবিশ্বাস আর পরিশ্রমে বাংলার মেয়েরা আজ জাতীয় স্তরেও অগ্রগামী।

–

–

–

–

–

–


