Wednesday, January 14, 2026

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

Date:

Share post:

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে বাংলার মেয়েরা। ২০২৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানের জয়পুরে। ১৫–১৬ বছর বিভাগে সেরার শিরোপা জিতে নিয়েছে মালদহের মেয়ে প্রিন্সিপ্রিয়া ভৌমিক। তাঁর এই সাফল্যে শুধু পরিবার নয় খুশি গোটা বাংলা।

ইংরেজবাজার শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী। এই প্রতিযোগিতায় দেশের ২৫টি রাজ্য থেকে ৫ থেকে ১৬ বছর বয়সী বাছাই করা মোট ১৭২ জন প্রতিযোগী ফাইনালে অংশ নেয়। সেই কঠিন মঞ্চে নিজের আত্মবিশ্বাস, মেধা ও উপস্থাপনার জোরেই সেরার স্বীকৃতি আদায় করে নেয় বাংলার এই কিশোরী। আরও পড়ুন: অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

শুধু প্রিন্সিপ্রিয়াই নন, ৮–১০ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আসানসোলের আরোহী চট্টোপাধ্যায়। একই বিভাগে ফার্স্ট রানার্স-আপ হয়েছে মধুপর্ণা সিদ্ধান্ত। তাঁর বাড়ি মালদহের ঘোড়াপীর এলাকায়। এই প্রতিযোগিতায় ছিন্নমস্তা কালীর সাজে মধুপর্ণার উপস্থাপনা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ৫–৭ বছর বিভাগে প্রথম রানার্স-আপ হয়েছে মধ্যমগ্রামের সুহানি নন্দী।

প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী রিভা অরোরা, মিস সুপ্রান্যাশনাল ইন্ডিয়া শেফালি সুদ, টেলিভিশন সাংবাদিক আলোক শ্রীবাস্তব, আইপিএস অফিসার ড. প্রশান্ত চৌবে, ফ্যাশন ডিজাইনার কৃতি রাঠোর, কাস্টিং ডিরেক্টর শোভা গোরি, আন্তর্জাতিক শিক্ষাবিদ উন্নতি সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
নিজের সাফল্য সম্পর্কে প্রিন্সিপ্রিয়ার বক্তব্য, “এই জয়কে আমি পরিবারের জয় হিসেবেই দেখি। পরিবার সব সময় পাশে ছিল। পড়াশোনার পাশাপাশি দেশের জন্য কিছু করতে চাই। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে পরিশ্রম চালিয়ে যাব।” জুনিয়র মিস ইন্ডিয়ার মঞ্চে একের পর এক সাফল্য প্রমাণ করে দিল—মেধা, আত্মবিশ্বাস আর পরিশ্রমে বাংলার মেয়েরা আজ জাতীয় স্তরেও অগ্রগামী।

spot_img

Related articles

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...