চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও (School)। ১২৪৪৫ শূন্যপদে নিয়োগের জন্য মেধাতালিকায় থাকা সব শিক্ষকদের কাউন্সেলিং করে স্কুল বাছাই পর্ব সম্পূর্ণ হতে কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

আগামী ২১ জানুয়ারির মধ্যেই প্রকাশিত হবে একাদশ-দ্বাদশের শিক্ষক (Teacher) নিয়োগের মেধাতালিকা। তারপর নবম-দশমের তথ্য যাচাই পর্ব শুরু হবে। বিকাশ ভবন সূত্রে খবর, মেধাতালিকা প্রকাশের পর সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ২৭ জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু হচ্ছে না। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই শেষ হয়েছে গত ৪ ডিসেম্বর ২০২৫। সে সময়ই ৩৫টি বিষয় নথি যাচাই প্রার্থীদের। সেখানে প্রায় ২০ হাজারের বেশি প্রার্থীরা ডাক পেয়েছেন।

আগামী ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে। SSC সূত্রে খবর, রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে সবুজ সঙ্কেত পেলেই ১২,৪৪৫ শূন্যপদের জন্য প্যানেল প্রকাশ করা হবে।
দিন কয়েক আগে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করে এসএসসি। প্রার্থীদের তথ্য যাচাই হয় গত ৩০ ডিসেম্বর। সেখানে ৭৮ জন উপস্থিত ছিলেন এবং তার মধ্যে থেকে ৪৯ জন ইন্টারভিউ দিয়েছেন গত ৮ জানুয়ারি।
আরও খবর: আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি

গত বছর ৭ নভেম্বর প্রকাশিত হয়েছে এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। গত বছর ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।

–

–

–

–

–


