ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫ সালে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। নতুন মরশুমে ট্রফি ফিরিয়ে আনাই লক্ষ্য যীশু সেনগুপ্তের দলের।এবার টুর্নামেন্ট হবে টি২০ ফর্ম্যাটে। যেমন আন্তজার্তিক ম্যাচে নিয়ম আছে সেটা এখানেও থাকবে।

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে সিসিএল(CCL)। বেঙ্গল টাইগার্স খেলতে নামবে ১৭ তারিখ প্রতিপক্ষ মুম্বই, পরের ম্যাচে চেন্নাই এর বিরুদ্ধে। আগামীকালই বিশাখাপত্তনম উড়ে যাচ্ছে অভিনেতা-ক্রিকেটাররা। মঙ্গলবার সকালে শেষ অনুশীলনে কোচ শরদিন্দু মুখোপাধ্যায়ের অধীনে পুরো দমে অনুশীলন করলেন যীশু, বনি, সৌরভ, ইন্দ্রাশিসরা। ইন্দ্রাসিশ দুই বছর পর দলে ফিরল হাঁটু অপারেশনের পর।

এবারও বাংলার দলের নেতৃত্বে যীশু, বয়স বাড়লেও ফিটনেসে খামতি নেই। বেঙ্গল টাইগার্স দলে ধোনির মতোই ভূমিকা পালন করেন যীশু। এই প্রসঙ্গে দলের কোচ শরদিন্দু মুখোপাধ্যায় বলেন, “যীশু আমাদের ধোনি কারণ মাঠে ওর ধ্বনিই সবথেকে বেশি শোনা যায়, তারপর উইকেটরক্ষক সৌরভ দাসের গলা শোনা যায়।” একই সঙ্গে তিনি বলেন, “আমাদের দল খুব ভালো অনুশীলন করেছে।”
সাংবাদিক সম্মেলনে যীশু বলেন, “এবার ফরম্যাট চেঞ্জ হয়েছে। এবার টি২০ টুর্নামেন্ট হবে। প্রথম এগারোর মধ্যে সাত জনকে এ ক্যাটাগরির হতে হবে। এবার আন্তর্জাতিক মাঠ পাওয়া কঠিন। কারণ বিশ্বকাপ আছে। ।আমাদের প্রথম খেলা ১৭ তারিখ প্রতিপক্ষ মুম্বই, পরের ম্যাচে চেন্নাই এর বিরুদ্ধে। ২০২৪ সালে আমরা চ্যাম্পিয়ন, গতবার সেমি ফাইনালে। টিম মোটামুটি একই আছে। এবার দেখা যাক। ২০২৪ সালোর আগে আমরা জানি শেষে থাকতাম। আমার দল খুব ভালো। আমরা দলগত ভাবে খেলি। কে কত বড় স্টার সেটা দেখি না। আমরা একে অপরের পাশে থাকি।” সৌরভ বনিরা বলেন, আমরা কাপ জিততে যাচ্ছি কাপ জিতেই ফিরব ।

অভিনয়ের ব্যস্ত সূচি তার সঙ্গে ক্রিকেট খেলাটা কতটা কঠিন এই প্রসঙ্গে যীশু বলেন, “আমাদের ইপি বলে একজন থাকেন, যাকে আমরা বলে দিই সেই অনুযায়ী শুটিং ফেলতে। আমরা সেইভাবে সাজিয়ে নিই।” অন্য বনি সেনগুপ্ত বলেন, “আমার সামনেই সিনেমা রিলিজ। ফলে দলের সঙ্গে যেতে পারব না। ম্যাচের আগের দিন যাবো, ম্যাচ খেলে ফিরে আসব। আবার প্রিমিয়ার করে খেলতে যাবো।”



