Wednesday, January 14, 2026

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

Date:

Share post:

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১৫ বছরের কাজের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, বিকেলে ভবানীপুরে অভিনেতার বাড়ি যান তিনি। সঙ্গে ছিলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, রাজনৈতিক কথা হয়নি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী গত ১৫ বছরে যে উন্নয়ন করেছেন, সেই বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। 

এদিন অভিষেক পৌঁছতেই বাড়ির বাইরে এসে তাঁকে স্বাগত জানান সস্ত্রীক রঞ্জিত মল্লিক (Ranjit Mallik)। পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক (Abhishek Banerjee)। এর পরে ভিতরে যান। সেখানে ‘উন্নয়নের পাঁচালি’, স্মারক-  অভিনেতার হাতে তুলে দেন অভিষেক। সেই ছবি পরে তৃণমূলের অফিশিয়াল স্যোশাল মিডিয়া পেজে পোস্ট হয়। বাইরে বেরিয়ে প্রথমে অপেক্ষারত কর্মী-সমর্থকদের ডাকে সেখানে যান দলের সেনাপতি। 

এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, রঞ্জিত মল্লিকের মতো অভিনেতার নাম বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুজনের কথা প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা উন্নয়ন হয়েছে, তার খতিয়ান দেওয়া ‘উন্নয়নের পাঁচালি’ রঞ্জিতবাবুর হাতে তুলে দেওয়া হল। অভিষেকের কথায়, কোনও রাজনৈতিক কথা হয়নি। তবে, রাজ্যের উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। 

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বলেন, রাজ্যের অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার যা উন্নয়ন করেছে তা নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। কেন্দ্রের কাছে ২ লক্ষ কোটি টাকা পাওনা বাংলার। কিন্তু সেটা আটকে রাখা হয়েছে। তা সত্ত্বেও রাস্তা, জল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব ছোট থেকে রঞ্জিত মল্লিকের পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক বলে উল্লেখ করেন অভিষেক। 

আর অভিষেকে মুগ্ধ রঞ্জিত মল্লিক শুধু বলেন, “ছেলেটাকে আমার খুব ভালো লাগে।“ এদিন রাজনৈতিক কোন মন্তব্য করতে চাননি অভিষেক।

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...