কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর আদালত। ভারতীয় ন্যায় সংহিতার গণধর্ষণ সংক্রান্ত ধারায় এই তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, জোর করে আটকে রাখা-সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে। মামলায় নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে তাঁর ভূমিকা খতিয়ে দেখার পর আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের দাবি।

আদালত জানিয়েছে, আগামী ২৭ জানুয়ারি থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। ওই দিনই প্রথম পর্যায়ে ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। বিচারপর্বে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও নথি পেশ করা হতে পারে বলে আইনজীবী মহলের ধারণা। উল্লেখ্য, কসবা আইন কলেজে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ঘটনার তদন্তে পুলিশ দ্রুত চার্জশিট জমা দেয়। এবার চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারপর্বে প্রবেশ করল।

আরও পড়ুন- তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক
_

_

_

_

_

_

_
_


