নতুন বছরের শুরুতেই ঘটা করে আইএসএল(ISL) শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে এআইএফএফ(AIFF)। কিন্তু এখনও লিগের সূচি এখনও প্রকাশ করা হয়নি। এমনকি এই লিগকে আদৌও এএফসি(AFC) অনুমোদন দেবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএসএলকে স্বীকৃতি দিল শর্তসাপেক্ষে।

ফেডারেশনের অনুরোধ মেনে এবারের আইএসএল(ISL) বিজয়ী ও সুপার কাপ বিজয়ীদের স্লট দিচ্ছে এএফসি (AFC)। তবে সরাসরি মূলপর্বে নয়, যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে ভারতের চ্যাম্পিয়ন ক্লাবগুলিকে। ফলে আইএসএল লিগ শিল্ড বা আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হলেও সরাসরি এসিএল টু বা এএফসি কাপে সরাসরি খেলতে পারবে না।

নিয়ম অনুসারে, যে কোনও দেশের সর্বোচ্চ লিগকে এএফসি-র অনুমোদন পেতে হলে ন্যূনতম ২৪টি করে ম্যাচ খেলতে হয়। জটিলতার কারণে অনেক দেরিতে লিগ আয়োজন হচ্ছে এবং কাটছাঁট করে ছোট আকারে তা করতে হচ্ছে। সব মিলিয়ে ৯১টি ম্যাচ হচ্ছে। প্রত্যেকটি দল একবার করে প্রতিপক্ষকে খেলবে।এএফসির শর্ত এ বারের সংক্ষিপ্ত আইএসএলে পূরণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এএফসি কিছুটা নমনীয় হচ্ছে।
আইএসএল পরিচালনা করার জন্য গভর্নিং কাউন্সিল গঠন করতে করার কথা জানা গিয়েছে। যারা লিগ পরিচালনা করবেন। ফেডারেশনের পক্ষে দু’জনের ভেটো থাকবে। আর তাতেই ক্লাবগুলি অসন্তুষ্ট।

–

–

–

–

–



