Thursday, January 15, 2026

জালনোট-আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩

Date:

Share post:

অস্ত্র পাচার রোধে বড় সাফল্য মুর্শিদাবাদ পুলিশের। বুধবার রাতে জাল নোট, কার্তুজ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ (Special Operational Group)। ধৃতদের কাছ থেকে ৩০০ রাউন্ড গুলি, দুটি ইম্প্রোভাইজড পিস্তল, ম্যাগাজিন সহ ১০ হাজার টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের নাম কওসর আলি, রফিকুল মণ্ডল ওরফে রফি এবং সাকিরুল শেখ।

মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান বলেন, ‘গতকাল আনুমানিক সাড়ে ৪টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে আমরা হানা দিয়েছিলাম। তল্লাশি চালিয়ে আমরা তিনজনকে আটক করি। তাদের কাছ থেকে দুটো সেভেন এমএম পিস্তর, ৪টে খালি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড কার্জুজ ও ১০ হাজার টাকার জালনোট উদ্ধার করি। আরও তথ্য জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের হেফাজতে পেলে আরও কিছু জানা যাবে। কোথা থেকে অস্ত্র আসছিল, কাকে বিক্রির ছক ছিল, সবই জানা যাবে। রফিকুল মণ্ডলের নামে বহরমপুর থানায় আগেও একটা অস্ত্র আইনে মামলা রয়েছে। ধৃতদের মধ্যে দুজন বাইকে করে আসছিল, একজন বাসে করে। গত ৬ মাসে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। বেশি লোককে ধরে বেশি তথ্য জানার চেষ্টা করছি।’ আরও পড়ুন: মাঝরাতে গুলির শব্দে আতঙ্ক জলপাইগুড়ি শহরে

ধৃতদের দু’জনের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় এবং এক জনের বাড়ি ইসলামপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে দু’টি পিস্তল এবং ৩০০ রাউন্ড গুলি, ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে আনা হয়েছিল। মুর্শিদাবাদের ডোমকল-সহ বিভিন্ন এলাকায় নিজেদের কারবার চালানোর উদ্দেশ্যেই তারা এগুলি মজুত করেছিল বলে অনুমান করা হচ্ছে। ​বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

spot_img

Related articles

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার...