সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। নিজের পরিচিত মেজাজে হারমোনিয়াম নয়, বরং সিন্থেসাইজারের রিদম বক্সের তালে পা মিলিয়ে এক নতুন গান বাঁধলেন ‘গানওয়ালা’। গানের ছত্রে ছত্রে যেমন ছিল ছন্দের দোলা, তেমনই ছিল এক তীক্ষ্ণ রাজনৈতিক আহ্বান।

সিন্থেসাইজারের বোতাম টিপে একটি বিশেষ তাল সেট করে তিনি গেয়ে উঠলেন, “দিল তনক তনক করে লাফিয়ে উঠল তাই, চলো বিজেপি তাড়াই।” এই ছোট্ট একটি পংক্তি বারবার আউড়ে সুমন বুঝিয়ে দিলেন, আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর অবস্থান ঠিক কোথায়।

উল্লেখ্য, কবীর সুমন বরাবরই তাঁর রাজনৈতিক মতাদর্শ নিয়ে অকপট। গানের মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নেওয়া তাঁর কাছে নতুন কিছু নয়। তবে এই ছোট ভিডিওটির বিশেষত্ব হল এর সহজবোধ্য সুর আর সরাসরি বার্তা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইক আর শেয়ারের বন্যা বয়ে গেছে। নেটাগরিকদের একাংশের মতে, লোকগানের ধাঁচে এই গানটি সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে। নির্বাচনের আগে এই ধরনের প্রচার পদ্ধতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিন্থেসাইজারের আধুনিক সুর আর সুমনের শাণিত কণ্ঠ— এই দুয়ের মিশেলে এই নতুন গানটি এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
আরও পড়ুন- নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

_

_

_

_

_

_
_


