যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই মাটিকে বিজেপির অত্যাচারি শাসকদল কীভাবে অপমান ও অসম্মান করে চলেছে, তার নথি প্রধানমন্ত্রীর (Prime Minister) সফরের আগেই তুলে ধরবে হুগলির সিঙ্গুর (Singur)। রবিবার প্রধানমন্ত্রীর সভার আগেই এসআইআর-এর (SIR) মাধ্যমে ও বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত বাঙালি হেনস্থার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর।

১৭ জানুয়ারি দুপুরে মালদায় (Maldah) পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটে দেশের প্রথম বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে রেলের একাধিক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে তাঁর। এরপরই ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে আরও ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাঁকুড়ার ময়নাপুর-জয়রামবাটি নতুন রেললাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা রয়েছে কর্মসূচিতে। এরপর বিজেপির বিজয় সঙ্কল্প যাত্রাতেও তিনি ভাষণ দেবেন সেদিন।

মোদির (Narendra Modi) আসার আগেই বিতর্কে সিঙ্গুরে তাঁর সভা। সভা যাঁদের জমিতে তাঁদের অনুমতি না নিয়েই করা হচ্ছে, বলে অভিযোগ তোলেন স্থানীয় চাষিরা। এবার সেই পরিস্থিতে মোদীর (Narendra Modi) সভার (PM meeting) আগেই সবার নজর শনিবারের তৃণমূলের সভার দিকে।
আরও পড়ুন : সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

শনিবারের সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ হুগলি জেলার তৃণমূল নেতৃত্ব। বিধায়ক করবী মান্না জানান, এই সভা আমাদের আগে থেকেই ঘোষিত কর্মসূচি। মূলত এসআইআর-এর নামে নির্বাচন কমিশন মানুষকে যে হয়রানি করছে, এছাড়াও বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদের উপর আক্রমণ-সহ বিজেপির বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে তৃণমূল এই সভা করতে চলেছে। আর এই সভায় কয়েক লক্ষ মানুষ আসবেন।

–

–

–

–

–


