Saturday, January 17, 2026

গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

Date:

Share post:

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)। অভিযোগ, গোয়ার দুই জায়গায় এলেনা নামের দুই ৩৭ বছরের মহিলাকে খুন করেছেন আলেক্সে লিওনভ নামে এক ৩৯ নামক ব্যক্তি। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে গোয়ার মোরজিম (Morjim) এলাকায়। ১৪ জানুয়ারি রাত ১১টা নাগাদ বচসা থেকে এলেনা ভানেইভাকে নিজের ঘরেই ছুরি দিয়ে গলা কেটে খুন করেন লিওনভ। বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

এর পরদিনই ১৫ জানুয়ারি সন্ধেয় মোরজিম থেকে প্রায় আট কিলোমিটার দূরে আরামবোল (Arambol) এলাকায় যান রুশ নাগরিক (Russian Citizen) লিওনভ। সেখানে তাঁর বান্ধবী এলেনা কাস্তানোভা এক ভাড়াবাড়িতে থাকতেন। ওই রাতেই তাঁর সঙ্গেও তীব্র বাদানুবাদ হয় অভিযুক্তর। পুলিশের দাবি, প্রথমে কাস্তানোভার হাত-পা বেঁধে তাঁকে ঘরে আটকে রাখার চেষ্টা করেন লিওনভ। কিন্তু কাস্তানোভা পালাতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন তাঁকে। সেই বাড়ির মালিক উত্তম নায়েক গোয়া পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার দুই মহিলার দেহ উদ্ধার করা হয়।
আরও খবরআক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

পুলিশ সূত্রে খবর, ঘটনায় মামলা নম্বর ০৫/২৬-এ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১২৬(২) ও ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত বিবাদ থেকেই এই জোড়া হত্যাকাণ্ড। এর পিছনে অন্য উদ্দেশ্য আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা অভিষেকের! মুর্শিদাবাদে টার্গেট ২২-০

বহরমপুরে জনসমুদ্রে ভেসে রোড-শো করে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী তুলোধনা করলেন তৃণমূলের (TMC)...

SIR-এ থাকবে মতুয়াদের ভোটাধিকার? এবারেও সংশয় কাটল না মোদির ভাসনে, কটাক্ষ তৃণমূলের

নদিয়ার তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে মেলেনি। রাজ্যে এসআইআর পরিস্থিতি পর্যায়ে প্রথমবার জনসভায় তেমন কোনও ইঙ্গিত মেলার অপেক্ষা করেছিলেন...

বেলডাঙার অশান্তিতে উস্কানি বিজেপি আর গদ্দারের! বিস্ফোরক অভিষেক, প্ররোচনায় পা না দেওয়ার আর্জি

বহরমপুরে রোড শো থেকে বেলডাঙার অশান্তি নিয়ে একতিরে বিজেপি ও হুমায়ুন কবীরকেও তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জমে যাওয়া লেকের উপর অ্যাডভেঞ্চার: অরুণাচলে তলিয়ে গেল ২ পর্যটক

বরফে জমে যাওয়া হ্রদের উপর অ্যাডভেঞ্চার করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখিন কেরালার একদল পর্যটক। প্রবল ঠাণ্ডায় অরুণাচলের সেলা...