শিব দরবারে কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের (Ind vs NZ third ODI) আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে হাজির ক্রিকেট রাজামশাই। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahalaleswar Temple) উপস্থিত হয়ে বিরাট কোহলিকে বলতে শোনা গেল, ‘জয় শ্রীমহাকাল।’ ভিডিও ভাইরাল মুহূর্তেই।

টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে এইমুহুর্তে শুধু একদিনের ম্যাচে মনোনিবেশ করছেন ‘চিকু’। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই দারুণ ফর্মে রয়েছেন। ইন্দোরের ম্যাচেও তাঁর বড় রানের ব্যাপারে আশাবাদী দল। আত্মবিশ্বাসী ‘চেজ মাস্টার’ অবশ্য এত কিছু নিয়ে ভাবছেন না। তাঁর লক্ষ্য ক্রিকেট উপভোগ করা। তাই খোশমেজাজে দেশের জার্সি গায়ে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ায় প্রস্তুতিতে কোনও খামতি নেই। তার সঙ্গে বিশ্বকাপজয়ী ক্রিকেটারের আধ্যাত্মিক ভক্তিও চোখে পড়ার মতো। বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরে পূজারীদের সঙ্গে প্রবেশ করেন বিরাট (VK)। কপালে হলুদ প্রলেপ।ভস্মারতির সময় তাঁর সঙ্গে ছিলেন সতীর্থ কুলদীপ যাদবও। মন্দিরের ভজনেও অংশ নেন দুই ক্রিকেটার। গত ম্যাচে হেরে যাওয়ায় সিরিজের ফলাফল এখন ১-১। ফলে ইন্দোরের ম্যাচই নির্ণায়ক। তাই সেই ফাইনালের আগে ভক্তিতেই শক্তির আস্থা ১৮ নম্বর জার্সির মালিকের।

–
–

–

–

–

–

–

–


