Saturday, January 17, 2026

SIR-এ থাকবে মতুয়াদের ভোটাধিকার? এবারেও সংশয় কাটল না মোদির ভাষণে, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নদিয়ার তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে মেলেনি। রাজ্যে এসআইআর পরিস্থিতি পর্যায়ে প্রথমবার জনসভায় তেমন কোনও ইঙ্গিত মেলার অপেক্ষা করেছিলেন মতুয়া (Matua), আদিবাসী, রাজবংশী সম্প্রদায়ের মানুষ। কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে হয়রানি কাটানোর উপায় বলা তো দূরের কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মালদহের (Maldah) সভা থেকে সেই নাগরিকত্বের (citizenship) গোল গোল কথা বলেই পাশ কাটিয়ে গেলেন বাঙালির সমস্য়াকে। কোথায় গেল বাংলার মানুষের সংকট কাটানোর ফর্মুলা, প্রশ্ন তৃণমূলের।

লক্ষ্য বিধানসভা নির্বাচন। তা সত্ত্বেও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য যে বাংলার মানুষকে গত আড়াই মাস ধরে ক্রমাগত হেনস্থা এমনকি মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে, সেই বাংলার মানুষদের জন্য কোনও বার্তা নেই শনিবারের মালদহের (Maldah) মোদির বক্তৃতায়। ফের একবার মোদির মুখে নাগরিকত্বের ফাঁকা আওয়াজ। তিনি বলেন, এটাও মোদির গ্যারান্টি। যাঁরা আমাদের শরণার্থী, যাঁরা মতুয়া, মনঃশূদ্র সম্প্রদায়ের। যাঁরা প্রতিবেশী দেশে ধর্মের নামে হওয়া হিংসা থেকে বাঁচতে এখানে এসেছেন, তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এরকম সঙ্গীদের সংবিধান ভারতে থাকার অধিকার দিয়েছে। মোদি সিএএ-র মাধ্যমে শরণার্থীদের পুর নিরাপত্তা দিয়েছে। এখানে যে বিজেপি সরকার গঠিত হবে তাঁরা মতুয়া, নমঃশূদ্র ও শরণার্থীদের উন্নয়নের কাজকে গতি দেবে।

সেখানেই মোদির ভাসনের উল্টোপিঠে বাংলার মানুষের যন্ত্রণার ছবি তুলে ধরে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, মতুয়াদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন নাগরিকত্ব সংকট নিয়ে। কিন্তু বাস্তব হচ্ছে বিপুল সংখ্যক মতুয়া ও সাধারণ মানুষ সংকটে রয়েছেন। নির্দিষ্ট কোনও সমাধান, নির্দিষ্ট কোনও বিজ্ঞপ্তি এগুলো সরকার বা নির্বাচন কমিশন (Election Commission) জারি করছে না। পাশে থাকার জন্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : বিজেপির লেটারহেডেই ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে! সত্যতা যাচাইয়ের দাবি কুণালের

যে মালদহে দাঁড়িয়ে শনিবার নাগরিকত্বের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি, সেই মালদহেই শুক্রবার আত্মঘাতী হয়েছে এক রাজবংশী সম্প্রদায়ের মহিলা বিএলও। এরপরেও সেই হয়রানি দূর করতে নীরব মোদিকে কটাক্ষ কুণাল ঘোষের। তিনি স্পষ্ট করে দেন, শুধু গোল গোল কথা আপনারা চিন্তা করবেন না আমরা পাশে আছি। মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছেন। এক এক জনকে বারবার ডাকা হচ্ছে। রাজবংশী থেকে মতুয়া (Matua), বয়স্ক মানুষদের হয়রানি চলছে। প্রধানমন্ত্রী (Prime Minister) কোনও নির্দিষ্ট সমাধান সূত্র বা ফর্মুলা মতুয়া ও যাঁরা হয়রানি মুখে পড়ছেন তাঁদের দেননি।

spot_img

Related articles

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, আহত ৩

অনিয়ন্ত্রিত গতির জেরে ফের একবার দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে রুবির দিক থেকে আসা একটি গাড়ি প্রথমে ডিভাইডার...

SIR ইস্যুতে চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয়! কমিশনকে চিঠি রাজ্যের 

এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধন ঘিরে অনিয়মের অভিযোগে রাজ্যের চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ প্রত্যাহারের আবেদন...

অভিষেকের রোড শো-তে জনসমুদ্র, আবেগে ভাসল বহরমপুর

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো-এ করেন আবেগে ভাসল বহরমপুর। শনিবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। তৃণমূলের প্রতীক,...

তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদীর

ছত্তিশগড়ে চলছে মাওবাদী বিরোধী অভিযান। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যের। বাজেয়াপ্ত হয়েছে অত্যাধুনিক অস্ত্র।...