রবিবার সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে শনিবার, সিঙ্গুরেই সভা করে বিজেপি (BJP) তথা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন সিঙ্গুরের বড়া এলাকায় জনসভা করে রাজ্যের শাসকদল। ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার-সহ অন্যান্য তৃণমূল (TMC) নেতৃত্ব। জেলায় ৩দিন মেগা সভার ঘোষণা করেন বেচারাম মান্না।

এদিন সভার শুরুতেই আক্রমণ শাণান বিধায়ক করবী মান্না (Karabi Manna) বলেন, তিনি আসছেন আগামীকাল। মিথ্যার ঝুলি নিয়ে লাইনে আবার দাঁড় করিয়ে দেবেন। বছরে ২ কোটি টাকার চাকরি, মেয়েদের জন্য অনেক কিছু ঘোষণা করেছিলেন। এছাড়াও ২০১৯ সাল থেকে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছেন। BDO অফিসগুলিতে এসআইআর জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে।

বেচারাম মান্না (Becharam Manna) বলেন, সর্বমোট ২হাজার কোটি টাকা বকেয়া রাজ্যের বন্ধ- তাই এই প্রতিবাদ সভা। তাঁর অভিযোগ, মানুষকে নোটিশ দেওয়ার অছিলায়, নাম বাদ দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইন মানার আছিলায় ৪৬ জন কৃষক জমির অনুমোদন দেননি, মোদি অহংকার নিয়ে এসব করছে। বেচারাম বলেন, শিল্প করবেন,তা নিয়ে আমরা বিরোধী নয়, সেদিন ৪ ফসলি জমি অধিগ্রহণ ও জোর করে অধিগ্রহণ এর প্রতিবাদ আমরা করেছিলাম। সেদিন ও শিল্প বিরোধী লড়াই ছিল না। তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে সেদিন ৩৪০ একর জমি চাষীদের ছেড়ে দেওয়া কথা হয়েছিল। কৃষি জমি রক্ষা কমিটি গঠন করা হয়। বিজেপি দলটাও সিপিএমের (CPIM) মতো গিরগিটি- রং বদলায়।
আরও খবর: বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা অভিষেকের! মুর্শিদাবাদে টার্গেট ২২-০
এর পরেই রাজ্যের মন্ত্রী বলেন, কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ ইজতেমায় এসেছিলেন, কোনও অশান্তি হয়নি। এটাই বিজেপির কাছে আতঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পগুলিতে বিজেপি ঘরে ঢুকে গিয়েছে। বেচারাম জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি ৩ দিন ৩ দিকে জনসভা করব। ২০ তারিখ রতনপুর আলুরমোড়ে জনসভা। ২১ তারিখ নান্দা হাটতলায় জনসভা, ২২ তারিখে অভিষেক জেলায় আসছেন। ২৫ তারিখে কেন্দ্রীয় ভাবে আমরা ২৫০০০ মানুষ নিয়ে সভা করে দেখিয়ে দেব সিঙ্গুরের মানুষ তৃণমূলের (TMC) পক্ষে।

পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বাংলার সংস্কৃতি একসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে। নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সংস্কৃতি আজও বাংলার বুকে বয়ে নিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছ থেকে আমাদের সংস্কৃতি শিখতে হবে না।

–

–

–

–



