সভায় ঝাঁঝাঁলো ভাষণের মাঝে এক অনুগামীর অসুস্থতা চোখ এড়ায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিভাবকের মতোই তাঁকে আগলালেন। বহরমপুরের মঞ্চে তখন জ্বালাময়ী ভাষণ চলছিল। এর মধ্যেই চোখে পড়ল এক ব্যক্তির অসুস্থতা। হঠাৎ মাথা ঘুরে গিয়েছে। বুঝতে অসুবিধা হল না তাঁর সুগার লেভেল নেমে গিয়েছে। তৎক্ষণাৎ বক্তব্য থামিয়ে অ্যাম্বুল্যান্সের খোঁজ করেন অভিষেক। সভায় উপস্থিত দলীয় কর্মীদের নির্দেশ দেন, তাঁর গাড়িতে মিষ্টি রয়েছে সেই মিষ্টি যেন ওই অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়। এরপরেই ওই জায়গা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওনাকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যান। উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, এত ভিড় করবেন না, সরে দাঁড়ান। ওঁকে ধীরে ধীরে বাইরে বের করার সুযোগ করে দিন। অসুস্থ ব্যক্তির যাতে ঠিকমতো চিকিৎসা হয়, তার জন্য মঞ্চে দাঁড়িয়ে নিজে তদারকি করে অভিষেক বুঝিয়ে দিলেন প্রশাসনিক সভা হোক কিংবা গুরুত্বপূর্ণ বৈঠক, তিনি আসলে সকলের অভিভাবক।

আরও পড়ুন – ভুল না পরিকল্পিত! কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পরালেন না মুখ্যমন্ত্রী

_
_

_

_

_

_

_

_
_


