Sunday, January 18, 2026

কালনা থেকে কলকাতা, এবছর তুঙ্গে ‘কিউট সরস্বতী’র চাহিদা

Date:

Share post:

বলতে গেল সরস্বতী প্রতিমার মুখশ্রী, কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) কৃতিত্বে বাঙালির চেনা বাগদেবীর মুখের আদলে এবার নয়া মেকওভার! হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই সারস্বত বন্দনায় (Saraswati Puja celebration) মেতে উঠবে গোটা বাংলা। পটুয়াপাড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে এবছরের চমক ‘কিউট সরস্বতী’দের (Cute Saraswati) চাহিদা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) সৌজন্যে নিজেদের পছন্দমত মিষ্টি সরস্বতী প্রতিমার মুখের আদল বেছে নিয়ে কুমোর পাড়ায় পৌঁছে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা, আর সেই মতো বিদ্যার দেবীকে তৈরি করছেন শিল্পীরা। কালনা থেকে কলকাতা, সর্বত্র একই ছবি।

আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)সকালে ভগবতী ভারতী দেবী সরস্বতীর আরাধনা। বসন্ত পঞ্চমী হলুদ বা বাসন্তী শাড়িতে বই আর বীণা হাতে সুসজ্জিতা দেবী। শ্বেত শুভ্র সরস্বতীর রূপের মহিমা পুরাণ -শাস্ত্র সবেতেই বর্ণিত। তবে এ বছর দেবীর লুকে পরিবর্তন চোখে পড়ছে সকলের। মাতৃ প্রতিমার মুখের যে আদল বা ছাঁচ, তার থেকে বাইরে বেরিয়ে এসে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন কিছু করতে চাইছে এই প্রজন্ম। তাই AI-এর সাহায্য নিয়ে সরস্বতী ঠাকুরের পছন্দসই মুখের ছবি নিয়ে কুমোরটুলিতে পৌঁছে যাওয়া। নতুন ট্রেন্ডে কিছু করতে পেরে খুশি পটুয়াশিল্পীরাও।

কলকাতা চোরবাগানে প্রথম এই ধরনের সরস্বতীর দেখা মেলে। সেদিক থেকে দেখতে গেলে প্রথম কিউট সরস্বতী বানিয়েছিলেন কুমোরটুলির শিল্পী দীপঙ্কর পাল (Dipankar Paul)। দ্রুত গতিতে সেই প্রতিমার ছবি ভাইরাল হয়। সকলের মনে ধরে এবং ক্রমশ এই স্টাইল জনপ্রিয় হতে শুরু করে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিরাচরিত ঘরানা থেকে বেরিয়ে এই হুজুগে গা ভাসাতে নারাজ। তাদের কথায়, দেবীর এতদিনের চেনা রূপ দেখেই মনে ভক্তি আসে। কিন্তু ছোটখাটো ইনস্টিটিউশন থেকে শুরু করে পাড়ার পুজো এমনকি অনেকে বাড়িতেও এ বছর কিউট সরস্বতী আনার পরিকল্পনা সেরে ফেলেছেন।

 

spot_img

Related articles

গ্রিনল্যান্ড নিয়ে ২৫ শতাংশ শুল্ক ট্রাম্পের: জবাব দেবে ইউরোপিয়ান ইউনিয়ন, দাবি ম্যাক্রোঁর

গ্রিনল্যান্ডের দখলদারি নিয়ে মার্কিন আগ্রাসী নীতির বিরুদ্ধে অবশেষে এক জোট হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের (European Union) দেশগুলি। আর তাতেই...

রাতের পথ নিরাপত্তায় বাড়তি জোর, নয়া উদ্যোগ বিধাননগর কমিশনারেটের

বাংলার তথ্য প্রযুক্তির খাস তালুক সল্টলেক সেক্টর ৫, মহানগরের পাশাপাশি জেলা থেকেও প্রচুর সংখ্যায় মানুষ এখানে কাজ করতে...

T20 WC: ভেন্য়ু বদল নিয়ে নয়া আর্জি বাংলাদেশের, কঠোর অবস্থানেই অনড় আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু বাংলাদেশকে(Bangladesh) নিয়ে জটিলতা অব্যাহত। প্রতিদিনই বাংলাদেশের(Bangladesh)...

সুন্দরবনে নিখোঁজ পর্যটক: তলিয়ে গেলেন মাতলা নদীতে

বন্ধুদের সঙ্গে সুন্দরবন (Sundarbans Tours) ঘুরতে যাওয়াই কাল হল যুবকের। শনিবার রাতে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে গেলেন...