Sunday, January 18, 2026

T20 WC: ভেন্য়ু বদল নিয়ে নয়া আর্জি বাংলাদেশের, কঠোর অবস্থানেই অনড় আইসিসি

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু বাংলাদেশকে(Bangladesh) নিয়ে জটিলতা অব্যাহত। প্রতিদিনই বাংলাদেশের(Bangladesh) নিত্যনতুন দাবি দাওয়া সামনে আসছে। নবতম সংযোজন বিশ্বকাপে গ্রুপ বদলের আর্জি। কিন্ত পদ্মপারের দেশের এই আবেদনও খারিজ করে দিয়েছে আইসিসি(ICC)।

বিসিবি ও বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দিয়েছে, টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতে দল পাঠাতে তারা রাজী নয়। এই নিয়ে নানা ব্যাখ্যা তারা দিচ্ছে। আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি-র একটি বৈঠকও হয়। শনিবার বাংলাদেশ বোর্ডের সঙ্গে বৈঠক করতে ঢাকায় যান আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। অনলাইনে বৈঠকে ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মহম্মদ সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, ডিরেক্টর ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্তা নিজামুদ্দিন চৌধুরী এই বৈঠকে যোগ দেন। বিসিবির স্পষ্ট বক্তব্য ছিল তাদের দেশের অন্তর্বর্তী সরকার ভারতে দল পাঠাতে রাজি নয়। পরিবর্তে বাংলাদেশের গ্রুপ বদল করে দেওয়া হোক, যাতে তাদের খেলা শ্রীলঙ্কায় হয়।

বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে আদৌও এই প্রস্তাব মানা সম্ভব নয়। কারণ, আইসিসি বা বাংলাদেশের একার সিদ্ধান্তে কিছুই হবে না। এক্ষেত্রে আরও ৭ দলের সম্মতি প্রয়োজন। একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুসারে, বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে বিশেষ সায় নেই আইসিসি-র। জয় শাহরা মনে করেন, এতে ভালো রকম লজিস্টিক্যাল ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে। ফলে আইসিসির পক্ষে এত কম সময় সব কিছু অদল বদল করা সম্ভব নয়।

নাম প্রকাশ অনিচ্ছুক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক তাদের বলেছেন, “আইসিসি আমাদের নিশ্চিত করেছে যে, বিশ্বকাপের সূচিতে কোনও বদল হবে না। আমরা গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।”

spot_img

Related articles

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...

বৈভবের ক্যাচ ফেরাল সূর্যকুমারের স্মৃতি, নেট দুনিয়ায় ভাইরাল কিশোরের কীর্তি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে...

SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহের থেকেও যেন এসআইআর প্রক্রিয়ার (SIR hearing Process) শুনানি পর্বে অনেক বেশি মানসিক চাপের মধ্যে...

প্রথমবার লাইভে একসঙ্গে ‘দেশু’! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা রাজ-পত্নীর 

'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দশ বছর পর বাংলা সিনেমার অন্যতম প্রিয়জুটির অন স্ক্রিন কামব্যাক দেখেছে সিনে প্রেমীরা। প্রমোশনের প্রয়োজনে...