Sunday, January 18, 2026

রাতের পথ নিরাপত্তায় বাড়তি জোর, নয়া উদ্যোগ বিধাননগর কমিশনারেটের

Date:

Share post:

বাংলার তথ্য প্রযুক্তির খাস তালুক সল্টলেক সেক্টর ৫, মহানগরের পাশাপাশি জেলা থেকেও প্রচুর সংখ্যায় মানুষ এখানে কাজ করতে আসেন। ২৪ ঘণ্টাই কাজ চলে তথ্য প্রযুক্তি অফিস থেকে মিডিয়া হাউসগুলিতে। কিন্তু রাত হলেও সল্টলেক থেকে নিউটাউনে যান বাহনের সমস্যা প্রকট হয়। এই পরিস্থিতিতে দৌড়াত্য বাড়ে শাটল এবং ক্যাবের। এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট(Bidhannagar Police Commissionerate)

সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউ টাউনে অনেক অফিসেই রাতভর কাজ চলে আর সেখানে একাধিক কর্মীদের রাতে বাড়ি ফেরার জন্য নাইট ড্রপের ব্যবস্থা করা হয়। আবার অনেকের ভরসা শাটল গাড়ি। সব মিলিয়ে অফিস থেকে বেশি রাতে বাড়ি ফেরেন প্রায় ২০–২৪ হাজার কর্মী। নজরে এসেছে বিশ্ব বাংলা সরণি এবং ভিআইপি রোড দিয়ে গভীর রাত বা ভোরের দিকে গাড়ির চালকরা বেশিরভাগই ট্র্যাফিক নিয়ম মানেন না।বহু এরকম অভিযোগ জমা পড়েছে।

এমতাবস্থায় পুলিশের তরফে দাবি করা হয়, সারাদিন গাড়ি চালানোর পরে রাতে ডিউটি চলাকালীন অনেক চালক ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন। তার ফলে দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। সেই সমস্যা সমাধানে এবার বিশেষ উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। বেশ কিছু সংস্থায় কর্মরত অফিসকর্মী ও গাড়ি চালকদের নিয়ে একটি কর্মশালা করা হবে বলে। ওই কর্মশালায় বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের অফিসাররা রাতের শহরে গাড়ি চালানোর সময়ে কী সতর্কতা নেওয়া উচিত সেই বিষয়ে জানাবেন। পথচারীদের নিরাপত্তা এবং গাড়ির যাত্রীদের যেন কোনও ক্ষতি না হয় সে দিকে নজর রাখার বিষয়ে সতর্ক করা হবে। এছাড়া বলা হবে নতুন কি কি সংযোজন করা হচ্ছে।

ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা মনে করছেন এই কর্মশালার উদ্যোগ প্রংশসনীয়। রাতের শহরে রাস্তায় নজরদারিতে খামতি রয়েছে সেই কথাও তারা জানিয়েছেন। তবে আগের থেকে পরিস্থিতি যে অনেকটাই নিয়ন্ত্রণে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

spot_img

Related articles

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...

বৈভবের ক্যাচ ফেরাল সূর্যকুমারের স্মৃতি, নেট দুনিয়ায় ভাইরাল কিশোরের কীর্তি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে...

SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহের থেকেও যেন এসআইআর প্রক্রিয়ার (SIR hearing Process) শুনানি পর্বে অনেক বেশি মানসিক চাপের মধ্যে...

প্রথমবার লাইভে একসঙ্গে ‘দেশু’! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা রাজ-পত্নীর 

'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দশ বছর পর বাংলা সিনেমার অন্যতম প্রিয়জুটির অন স্ক্রিন কামব্যাক দেখেছে সিনে প্রেমীরা। প্রমোশনের প্রয়োজনে...