Sunday, January 18, 2026

ফের উড়ানে বোমাতঙ্ক ফিরল: জরুরি অবতরণ ইন্ডিগো-র বিমানের

Date:

Share post:

রবিবার সকালে বোমাতঙ্ক ছড়াল দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর (Bomb threat in Delhi Bagdogra Flight) একটি উড়ানে। বিমানের বাথরুমে টিস্যু পেপারে লেখা হুমকি বার্তা মেলার পরই সতর্কতা জারি করা হয়। কোনও ঝুঁকি না নিয়ে মাঝপথে লক্ষ্ণৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ওই ফ্লাইটটি। বিমানে থাকা ২৩৮ জন যাত্রী ও ক্রু—সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন, জানানো হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের তরফে।

ইন্ডিগোর 6E-6650 নম্বরের ওই উড়ানটি দিল্লি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে খবর আসে যে, বিমানের ভিতরে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। এরপরই গন্তব্য বদলে লক্ষ্ণৌয়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ নিরাপদে অবতরণ করে বিমানটি। আরও পড়ুন: SIR: লক্ষ্মী-শামির পর শুনানিতে তলব, কমিশনের সিদ্ধান্তে গর্জে উঠলেন নবি

লক্ষ্ণৌ বিমানবন্দরে নামার পর ফ্লাইটটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। দ্রুত নামিয়ে আনা হয় যাত্রীদের। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বম্ব স্কোয়াড এসে বিমানের ভিতরে ও চারপাশে তল্লাশি শুরু করে। যাত্রীদেরও আলাদা করে স্ক্রিনিং করা হয়।

পুলিশের এক আধিকারিক জানান, বাথরুমে পাওয়া হুমকি বার্তার সূত্র ধরেই এই পদক্ষেপ করা হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। সতর্কতার খাতিরে বিমানবন্দর জুড়ে তল্লাশি চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত বছর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা ছয় মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিমানে বোমার হুমকি পাওয়া গিয়েছিল। তা নিয়ে যথেষ্ট মুখ পুড়েছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে। চলতি বছরের শুরুতে ফের বোমার হুমকির ঘটনা সেই স্মৃতিকেই উস্কে দিচ্ছে।

spot_img

Related articles

বলছে ঝুট, করছে লুট: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিথ্যার জমিদারিতে বিস্ফোরক কুণাল

বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে...

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...

এভাবে অভ্যর্থনা! মোদির মঞ্চে বাজল সেবাশ্রয়ের গান!

বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। দলের নেতা...

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...