Sunday, January 18, 2026

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

Date:

Share post:

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কেন্দ্রের কোনও উন্নয়নের বার্তা নেই। তার পরেও বাংলায় ‘পাল্টানো দরকার’ স্লোগান দিতে ছাড়েননি মোদি মালদহ থেকে। বাংলার মানুষের প্রতি বঞ্চনা, বিজেপি রাজ্যে বাঙালিদের খুন করার পরে যে মোদি বাংলা দখলের চেষ্টা চালাচ্ছেন, সেই বিজেপির প্রধানমন্ত্রীকে নদিয়ার চাপড়া থেকে হুঁশিয়ারি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে বাংলার মানুষকে মোদি শাস্তি দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে পাল্টাতে চাইছেন, সেই দিল্লির গদি পাল্টাবে, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে বাংলার মানুষ।

নদিয়ার চাপড়ায় রোড শো থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁরই কথায় জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির এই স্লোগানের মূল উদ্দেশ্য তুলে ধরে অভিষেক বলেন, কাল প্রধানমন্ত্রী এসে মালদায় বলেছেন পাল্টানো দরকার তাই না কি বিজেপি সরকার। বাংলার মানুষকে পাল্টাতে চাইছেন। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি। কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। বাংলার মানুষের একশো দিনের কাজ, জল, মাথার ছাদ, সব আটকে দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে, মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না।

বাস্তবে যে বিজেপির স্বৈরাচারী নীতির কাছে মাথা নত করেছে বিজেপির নরেন্দ্র মোদি থেকে নিচু স্তরের নেতারাও তা প্রমাণিত তাদের আচরণেই। সেই উদাহরণই চাপড়া থেকে অভিষেক তুলে ধরেন। বলেন, আপনি বলেছেন পাল্টানো দরকার। আমি আপনার সঙ্গে একমত আপনার সঙ্গে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যাঁরা জয়শ্রীরাম বলে সভা শুরু করত। এখন জয় মাকালী বলে সভা শুরু করছে। পরিবর্তন হবে আপনাদের। পাল্টাছেন আপনারা। তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না।

নরেন্দ্র মোদি ও বিজেপির সরকার বাংলার মানুষের উপর হাত-ভাতে অত্যাচারে দমননীতি চালাতে চেয়েছে। তার পাল্টা বাংলার লড়াইয়ের কাহিনী তুলে ধরে অভিষেক বিজেপিকে বার্তা দেন, যারা আমাদের শাস্তি দিয়ে, চায় আমরা তাদের মাথা নত করব না। যদি কেউ পাল্টায় ভারতীয় জনতা পার্টির নেতারা পাল্টাবে। যদি কেউ পাল্টায় দিল্লির বহিরাগতরা পাল্টাবে। আপনি আমাদের শিক্ষা দিতে চেয়েছিলেন রাস্তার টাকা বন্ধ করে। এই কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্প চার নম্বর অধ্যায়ের কথা ঘোষণা করেছেন, যেখানে ৮ হাজার কোটি টাকা খরচ করে বাংলার জুড়ে ২০ হাজার কিলোমিটার রাস্তা হবে। বাংলা থেমে নেই।

আরও পড়ুন : মালদহে মোদির মুখে বেলডাঙা প্রসঙ্গ! উন্নাও, হাথরস টেনে পাল্টা খোঁচা তৃণমূলের

শুধু বাংলা নয়। এবার বাংলা ও বাঙালির বিরুদ্ধে নরেন্দ্র মোদির সরকারের পাল্টানোর রাজনীতি দিয়েই দিল্লির পাশা পাল্টানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদিকে অভিষেকের বার্তা, বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি। বাংলার মানুষ পাল্টাবে না।

spot_img

Related articles

মিচেলের রেকর্ড, হর্ষিতদের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই নিষ্ক্রিয় নেতা গিল

ইন্দোরে ভারতীয় বোলারদের হতাশা জনক পারফরম্যান্স। হর্ষিত-অর্শদীপদের শাসন করে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস(Daryl Mitchell and Glenn Phillips)...

ভিড়ে অসুস্থ অনুরাগী মহিলা: নিজের গাড়িতে বসিয়ে নিজের বোতলের জল দিলেন অভিষেক

নদিয়ার মানুষের তৃণমূল কংগ্রেস ও তার নেতৃত্বের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা যে বারবার প্রমাণিত হয়েছে, রবিবার মিলল তার...

বলছে ঝুট, করছে লুট: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিথ্যার জমিদারিতে বিস্ফোরক কুণাল

বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে...

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...