বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কেন্দ্রের কোনও উন্নয়নের বার্তা নেই। তার পরেও বাংলায় ‘পাল্টানো দরকার’ স্লোগান দিতে ছাড়েননি মোদি মালদহ থেকে। বাংলার মানুষের প্রতি বঞ্চনা, বিজেপি রাজ্যে বাঙালিদের খুন করার পরে যে মোদি বাংলা দখলের চেষ্টা চালাচ্ছেন, সেই বিজেপির প্রধানমন্ত্রীকে নদিয়ার চাপড়া থেকে হুঁশিয়ারি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে বাংলার মানুষকে মোদি শাস্তি দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে পাল্টাতে চাইছেন, সেই দিল্লির গদি পাল্টাবে, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে বাংলার মানুষ।

নদিয়ার চাপড়ায় রোড শো থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁরই কথায় জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির এই স্লোগানের মূল উদ্দেশ্য তুলে ধরে অভিষেক বলেন, কাল প্রধানমন্ত্রী এসে মালদায় বলেছেন পাল্টানো দরকার তাই না কি বিজেপি সরকার। বাংলার মানুষকে পাল্টাতে চাইছেন। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি। কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। বাংলার মানুষের একশো দিনের কাজ, জল, মাথার ছাদ, সব আটকে দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে, মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না।

বাস্তবে যে বিজেপির স্বৈরাচারী নীতির কাছে মাথা নত করেছে বিজেপির নরেন্দ্র মোদি থেকে নিচু স্তরের নেতারাও তা প্রমাণিত তাদের আচরণেই। সেই উদাহরণই চাপড়া থেকে অভিষেক তুলে ধরেন। বলেন, আপনি বলেছেন পাল্টানো দরকার। আমি আপনার সঙ্গে একমত আপনার সঙ্গে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যাঁরা জয়শ্রীরাম বলে সভা শুরু করত। এখন জয় মাকালী বলে সভা শুরু করছে। পরিবর্তন হবে আপনাদের। পাল্টাছেন আপনারা। তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না।
নরেন্দ্র মোদি ও বিজেপির সরকার বাংলার মানুষের উপর হাত-ভাতে অত্যাচারে দমননীতি চালাতে চেয়েছে। তার পাল্টা বাংলার লড়াইয়ের কাহিনী তুলে ধরে অভিষেক বিজেপিকে বার্তা দেন, যারা আমাদের শাস্তি দিয়ে, চায় আমরা তাদের মাথা নত করব না। যদি কেউ পাল্টায় ভারতীয় জনতা পার্টির নেতারা পাল্টাবে। যদি কেউ পাল্টায় দিল্লির বহিরাগতরা পাল্টাবে। আপনি আমাদের শিক্ষা দিতে চেয়েছিলেন রাস্তার টাকা বন্ধ করে। এই কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্প চার নম্বর অধ্যায়ের কথা ঘোষণা করেছেন, যেখানে ৮ হাজার কোটি টাকা খরচ করে বাংলার জুড়ে ২০ হাজার কিলোমিটার রাস্তা হবে। বাংলা থেমে নেই।

আরও পড়ুন : মালদহে মোদির মুখে বেলডাঙা প্রসঙ্গ! উন্নাও, হাথরস টেনে পাল্টা খোঁচা তৃণমূলের

শুধু বাংলা নয়। এবার বাংলা ও বাঙালির বিরুদ্ধে নরেন্দ্র মোদির সরকারের পাল্টানোর রাজনীতি দিয়েই দিল্লির পাশা পাল্টানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদিকে অভিষেকের বার্তা, বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি। বাংলার মানুষ পাল্টাবে না।



