দিল্লি মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল দেশ জুড়ে। ঘটনাটি ঘিরে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। ভিডিও করতে দেখে থেমে যান ওই ব্যক্তি এবং সেখান থেকে পালিয়ে যান। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি বিশ্ববাংলা সংবাদ)।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা এবং সাধারণ মানুষ। প্রতিদিন বহু মানুষ যে মেট্রোর উপর নির্ভর করেন, সেখানে এই ধরণের নিম্নরুচির ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন সকলে। প্রশ্ন উঠছে আজকাল মানুষের সভ্যতা ও ভদ্রতা জ্ঞান নিয়েও।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) বর্তমানে প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক পরিচালনা করে। প্রতিদিন বিশাল অঙ্কের যাত্রী এই পরিষেবার উপর নির্ভরশীল। এর মাঝেই এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। নিরাপত্তা ও শালীনতাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে এই ব্যক্তির অভব্য আচরণ।

নেট দুনিয়ায় কটাক্ষের বন্যা বইছে। অনেকেই লিখছেন দিল্লি ও উত্তর ভারতের পুরুষদের মধ্যে এত নোংরা অভ্যাস কেন? এটা কি পারিবারিক শিক্ষা থেকেই আসে? জনসমক্ষে কীভাবে আচরণ করতে হয়, সেই শিক্ষা কোথায়? স্কুলের পাঠ্যক্রমে নাগরিক আচরণের শিক্ষা থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন – ভারত সফরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট, দিল্লি বিমানবন্দরে স্বাগত প্রধানমন্ত্রীর

_

_

_

_

_
_


