তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে। চারদিকে পুরু বরফের চাদর। হাড়কাঁপানো সেই ঠান্ডায় যেখানে ভারী পশমের পোশাকেও স্বস্তি নেই, সেখানে স্রেফ একটি পাতলা শিফন শাড়ি পরে রিল বানাতে গিয়েছিলেন এক তরুণী। লক্ষ্য ছিল বলিউডি কায়দায় বরফের মাঝে নাচ। কিন্তু সেই শখ পূরণ করতে গিয়েই ঘটল বিপত্তি। ঠান্ডায় জ্ঞান হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ওই তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বরফঢাকা পাহাড়ি এলাকায় হিন্দি গানের তালে নাচছেন এক তরুণী। পাহাড়ের সেই তীব্র ঠান্ডায় তাঁর পরনে কেবল একটি নীল রঙের শিফন শাড়ি। শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শুরু হয় তীব্র মাথাব্যথা। শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে। অবস্থা বেগতিক বুঝে ভয়ে ও যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে শুরু করেন ওই তরুণী। সাহায্যের জন্য আকুতি জানাতে দেখা যায় তাঁকে। পরে অবশ্য উপস্থিত লোকজনের তৎপরতায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভিডিওটি দেখে নেটাগরিকদের বড় অংশই ওই তরুণীর হঠকারিতার নিন্দা করেছেন। জনৈক এক নেটাগরিক মন্তব্য করেছেন, জীবনের চেয়েও কি কয়েকটা লাইক আর ভিউ বেশি গুরুত্বপূর্ণ? অন্য একজনের কথায়, এই ধরনের মূর্খামির কোনো ক্ষমা নেই। তবে শুধু এই তরুণীই নন, সমগোত্রীয় আরও একটি ভিডিও সমাজমাধ্যমে ঘুরপাক খাচ্ছে যেখানে অন্য এক তরুণীকেও একই ভাবে বরফের মধ্যে শাড়ি পরে নাচতে গিয়ে বিপদে পড়তে দেখা গিয়েছে।
আরও পড়ুন- আশাকর্মীদের সাম্মানিক বেড়েছে আট গুণ, রাজনীতি ভুলে কাজে ফেরার আবেদন চন্দ্রিমার
_
_
_

_
_

_
_



