Wednesday, January 21, 2026

উদয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ৩ নাবালকসহ ৪

Date:

Share post:

চা খেতে যাওয়াই কাল হল! বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বেপরোয়া গতিতে চলছিল গাড়ি। যার জেরে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। এর মধ্যে ৩ জনই নাবালক (Minor death)। এছাড়াও আহত হয়েছে ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরের পুরনো আহমেদাবাদ শহরে (Udaipur road Accident)। কিন্তু দুর্ঘটনার আগের ন’মিনিটের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির বেপরোয়া গতি এবং শেষ মুহূর্তের আতঙ্ক।

বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ছয় বন্ধু উদয়পুরে একটি ‘মেহফিল-ই-মিলাদ’ অনুষ্ঠান থেকে ফেরার পর চা খেতে বেরিয়েছিলেন। গাড়িতে করে তাঁরা পুরনো আমেদাবাদ হাইওয়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু উল্টো দিক থেকে গুজরাতের দিকে যাওয়া অন্য এক গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায়
গাড়ির চালকসহ মোট ছ’জন গুরুতরভাবে জখম হন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম মহম্মদ আয়ান (১৭), আদিল কুরেশি (১৪), শের মহম্মদ (১৯) এবং গুলাম খাজা (১৭)। একই গাড়িতে থাকা বাকি দু’জন গুরুতর জখম হন। অন্য গাড়ির চার আরোহীও আহত হয়েছেন।

কিন্তু দুর্ঘটনার পরে তার ভয়াবহতা সামনে এসেছে এক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে। ন’মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে পেছনের সিটে বসে এক বন্ধু শের মোহাম্মদের গাড়ি চালানোর ভিডিও রেকর্ড করছিল। গাড়ির স্টেরিওতে খুব জোরে একটি হরিয়ানভি গান এবং ভিডিও চলছিল। আরও পড়ুন: স্বাস্থ্য ভবনের কাছে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের, ব্যাহত যান চলাচল

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়ালেও চালক শের মহম্মদ সিগারেট খেতে খেতে গতি কমানোর কোনও চেষ্টা করেনি। ভিডিয়ো করা বন্ধু বলে, ‘হাত সরাও’, তারপর সে স্পিডোমিটারের দিকে ক্যামেরা ঘোরায়, তখন দেখা যায় কাঁটা ১২০ কিলোমিটার গতির চিহ্ন ছাড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আরেক বন্ধু ১৪০ কিমির উপরে গাড়ি চলছে দেখে গতি ধীরে করতে বলে। পাশ থেকে অন্য আরেক বন্ধুও গতি কমানোর অনুরোধ করে। বন্ধুরা ভয় পেয়ে বলছিল, ‘ধীরে চালা। হাত সরা, স্পিড কমা।’ কিন্তু সে শোনেনি। সিগারেট টানতে টানতেই শের মহম্মদ স্টিয়ারিং ধরেছিলেন। ঠিক কয়েক সেকেন্ড পরই গাড়িটি হঠাৎ বেঁকে যায়। একটানা চিৎকারের পর কাচ ভাঙার বিকট শব্দ শোনা যায়। চারদিক হয়ে গেলেও মোবাইলে রেকর্ডিং চলতে থাকে। প্রায় ৪০ সেকেন্ড নিস্তব্ধতার পর শোনা যায় আহতদের চিৎকার। এক যুবক অসহায় গলায় বলতে থাকেন “বাঁচাও… মাকে ডাকো… বাঁচাও।” অন্য একজন পাশ থেকে বলে, “আমি ভেতরে আটকে গেছি, শ্বাস নিতে পারছি না।” আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

spot_img

Related articles

DGP নিয়োগে ৪৮ ঘণ্টার মধ্যে নামের প্রস্তাব UPSC-কে পাঠাতে হবে: রাজ্যকে নির্দেশ CAT-এর

রাজ্যের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) নিয়োগ নিয়ে নির্দেশ দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ৪৮ ঘণ্টার...

ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

ফের SIR শুনানির আতঙ্কে রাজ্যে একই দিনে একের পর এক মৃত্যুর অভিযোগ (SIR DEATHS)! উত্তর ২৪ পরগনার বসিরহাট...

AI-এর বাড়বাড়ন্তের সঙ্গে বাড়বে আর্থিক মন্দা: আশঙ্কা বিশ্ব অর্থ তহবিল IMF-এর

গোটা বিশ্বের ঝোঁক যত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দিকে বাড়ছে, তাতে গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে যাবে, আশঙ্কা...

পথের ক্লান্তি ভুলে সন্তোষের প্রথম ম্যাচেই দাপুটে জয় বাংলার

জয় দিয়েই সন্তোষ ট্রফির(Santosh Trophy) যাত্রা শুরু করল বাংলা। প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল।...