স্টার জলসার অন্যতম সেরা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। যার অন্যতম পরিচিত শিশুমুখ ‘লাট্টু’ ওরফে অভিনব বিশ্বাস। পর্দায় হাসিখুশি, ন্যায়ের পথে চলতে দেখা গেলেও আসল বাস্তবতা কেমন তা এবার সামনে আনলেন অভিনব (Bengali TV Serial Controversy)। সেটে মানসিক হেনস্থার অভিযোগ করে ‘আঙুল’ তুললেন পর্দার ‘মা’ তৃণা সাহার দিকে। অভিনবর পরিবারের দাবি গত কয়েকমাস ধরে ক্রমাগত তাঁকে মানসিক চাপ ও হয়রানির (Mental Harassment Allegation) মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এততাই খারাপ দিকে গিয়েছে সে অভিনবর পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই খুদে শিল্পী।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনব। তাতে দেখা যাচ্ছে, শ্যুটিংয়ে কাকে, কোন জায়গায় দাঁড়াতে হবে তা নিয়ে কথা হচ্ছে পরিচালক ও শিল্পীদের মধ্যে। পরিচালক তৃণাকে কিছুটা সরে দাঁড়াতে বললে তিনি বলেন, “পরশুরামকে আমি জায়গা ছাড়ব না, ওর নামেই তো সিরিয়াল। তাহলে চলবে কী করে! এই তো লাট্টু বলল।” পরিস্থিতি সামাল দিতে ইন্দ্রজিৎ বলেন, “ব্যাপারটা এবার অন্যদিকে চলে যাচ্ছে…” আরও পড়ুন: উদয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ৩ নাবালকসহ ৪

এই প্রসঙ্গে অভিনব জানান, “ক্রমাগত হয়রানির আর অপব্যবহারের শিকার হতে হতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমি। শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার মা বাবা, কারণ আমার জন্য তাঁরাও মানসিক উদ্বেগের শিকার। বারবার বারণ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি।” তবে প্রযোজনা সংস্থা সম্পর্কে অভিনব বলেন, “একটা দাঁড়ানোর বিষয় নিয়ে টেকনিক্যাল কথাবার্তা ডিরেক্টরের সঙ্গে হচ্ছে, সেটা আমার দিকে কীভাবে ঘুরিয়ে দেওয়া হলো, সেটাই দেখার। সবথেকে বড় কথা, এমনটা রোজই হয়। ভাগ্য ভাল সেদিন প্রেস ছিল আর ভিডিওটা করা হয় তাঁদের দ্বারাই। ধন্যবাদ ব্লুজ প্রোডাকশন। বাংলার সবথেকে ভালো হাউসে কাজ করতে পেরে আমি ধন্য।’লাট্টুর এই মন্তব্যের পর থেকেই সমাজ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। একদল অভিনেত্রী তৃণাকে সমর্থন করছে আবার একদল খুদে শিল্পীর পক্ষে কথা বলছে। অনেকে প্রশ্ন করছেন ছোটদের নিয়ে কাজ করার সময় ন্যূনতম মানবিকতা কি থাকবে না?

–

–

–

–

–

–

–


