টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং বোলিং তুই বিভাগেই স্বস্তিদায়ক পারফরম্যান্স করল ভারতীয় দল(India)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ওভারে সাত উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৮৪ করে বড় রানের ভিত গড়ে দেন অভিষেক শর্মা। তাঁর ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ছিল ৮টি ছক্কা ২২ বলে ৩২ রানের ইনিংসটা সূর্য খেলে খারাপ ফর্ম কাটিয়ে উঠার চেষ্টা করলেন। তবে হতাশ করলেন সঞ্জু স্যামসন (১০) ও ঈশান কিষাণ (৮)। একজন চেনা ওপেনিং স্লটে রান করার চেষ্টা করলেন। অন্যজন জাতীয় দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানে থেমে গেল নিউজিল্যান্ডের ইনিংস। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে গ্লেন ফিলিপস ৪০ বলে ৩৮ রান করেন, দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করলেন মার্ক চাপম্যান। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট পেয়েছেন অর্শদীপ সিং হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। তবে তিন ওভার বল করে ২৯ রান খরচ করে বুমরাহ একটি উইকেটও পাননি। যা কিছুটা হলেও চিন্তার কারণ হতে পারে।

–

–

–

–

–

–

–


