দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র মোদি (Narendra Modi) সংবর্ধনা অনুষ্ঠানেই বুঝিয়ে দিয়েছিলেন বাংলায় নির্বাচনের (West Bengal assembly election) দায়িত্বে চাপ থাকছে না সভাপতির কাঁধে। তবে বিজেপির কাছে বাংলার গুরুত্ব বোঝাতে প্রথম রাজ্য সফরে বাংলাতেই আসতে চলেছেন নীতীন (Nitin Nabin), এমনটাই খবর বিজেপি সূত্রে।

বুধবার রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya) দিল্লিতে বৈঠক করেন সভাপতি নীতীনের (Nitin Nabin) সঙ্গে। বাংলা সম্পর্কে জানতেই বঙ্গ বিজেপির নেতাদের ডেকে পাঠিয়েছিলেন সভাপতি। সেখানেই বাংলায় নির্বাচনী প্রচারে তাঁকে স্বাগত জানান বঙ্গ নেতৃত্ব।

আরও পড়ুন : এসআইআর নস্যাৎ করে রাষ্ট্রপতি শাসনের পথে নির্বাচন কমিশন! ষড়যন্ত্র ফাঁস বাংলাপক্ষ-র

বিজেপি সূত্রে খবর, এই মাসের ২৭ ও ২৮ তারিখ বাংলায় আসতে পারেন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। প্রথম নজরে থাকছে দুই বর্ধমান। ২৭ জানুয়ারি রাতে বাংলায় আসার কথা তাঁর। ২৮ তারিখ বর্ধমান ও দুর্গাপুরে জনসভা করার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই এলাকায় সংগঠনের শক্তি বুঝে এখানেই সভাপতিকে আনায় আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি।

–

–

–

–

–

–


