বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49th International Kolkata Book Fair)। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা (Argentina)। এদিন বিকেল চারটে নাগাদ দেশ-বিদেশের বরেণ্য সাহিত্যিক ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের উপস্থিতিতে অক্ষরের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও লক্ষ লক্ষ বইপ্রেমী ভিড় করবেন বলে আশাবাদী আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড (Publisers and Booksellers Guild)।


৪৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে (Gustavo Cansobre) এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো (Argentine Ambassador to India Mariano Cousino) উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ দিন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীর হাতে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী (CM)। গত কয়েক বছরের ধারা বজায় রেখে এ বারের বইমেলাতেও (IKBF ) লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন একগুচ্ছ বই প্রকাশিত হতে চলেছে। প্রতি বছরই পাঠকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রাজ্যের প্রশাসনিক প্রধানের লেখনী ঘিরে সাধারণ পাঠক এবং উৎসাহীদের মধ্যে উদ্দীপনা বরাবরই চোখে পড়ার মতো। এবছর বইমেলা প্রাঙ্গণে তৈরি এসবিআই অডিটোরিয়ামে (SBI Auditorium) কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল (Kolkata literature festival) আয়োজিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। এই উৎসবের সূচনা করবেন বিশিষ্ট সাহিত্যিক অমিতাভ ঘোষ এবং চিত্রপরিচালক গৌতম ঘোষ (Goutam Ghosh)। এই ফেস্টিভ্যালে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, দেবারতি মুখোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, উল্লাশ মল্লিক, শ্রীজাতরা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রিক বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। আগামী ২৫ জানুয়ারি সন্ধেয় অনুপম রায়ের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও সাহিত্য জগতে পথ চলা নিয়ে কিরণ দেশাই আলোচনা করবেন সন্দীপ রায়ের সঙ্গে।


আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF)শুধু এই শহর বা রাজ্যের নয়, গোটা দেশের গর্ব। গত বছর বইমেলায় ২৭ লক্ষের বেশি বইপ্রেমীর সমাগম হয়েছিল। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল যুগের ট্রেন্ডের মাঝেও বইমেলার জনপ্রিয়তা যে এতোটুকু কমেনি তা এবারও প্রমাণিত হবে বলে আশাবাদী গিল্ড। সব মিলিয়ে শীতের দুপুরে থেকে সন্ধে , বইয়ের গন্ধে মাতোয়ারা হতে তৈরি শহর কলকাতা।

–

–

–

–

–

–

–


