Thursday, January 22, 2026

হিরণের ব্যাংক অ্যাকাউন্টে কি ঋতিকার নজর? মেয়ের ভবিষ্যতের চিন্তায় সরব অনিন্দিতা

Date:

Share post:

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের করা এফআইআর-এর পর এবার সামনে এল দুই পক্ষের বিস্ফোরক সব দাবি। একদিকে দ্বিতীয় স্ত্রী ঋতিকার দাবি, অনিন্দিতা সব জেনেও চুপ ছিলেন; অন্যদিকে প্রথম স্ত্রী অনিন্দিতার সাফ কথা— অসহায়তা আর মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই এতদিন মুখ খোলেননি তিনি। এমনকি হিরণের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও ঋতিকা হাতিয়ে নিতে চাইছেন বলে দাবি করেছেন তিনি।

এত বছর স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক জেনেও কেন আইনি পথে হাঁটেননি? এই প্রশ্নের উত্তরে অনিন্দিতা জানিয়েছেন তাঁর আর্থিক অসহায়তার কথা। তিনি জানান, নিজের কোনো রোজগার না থাকায় তিনি পুরোপুরি হিরণের ওপর নির্ভরশীল ছিলেন। লোকলজ্জা আর চরম মানসিক যন্ত্রণার মধ্যেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি সব সহ্য করেছেন। অনিন্দিতার অভিযোগ, হিরণকে মুখোমুখি কথা বলার অনুরোধ জানালেও তিনি ‘সময় দাও’ বলে এড়িয়ে গিয়েছেন। আরও পড়ুন: ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ছড়িয়ে-ছিটিয়ে কর্মীদের দেহাংশ

এদিকে হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি অনিন্দিতার এই নীরবতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, গত পাঁচ বছর ধরে তিনি হিরণের সঙ্গে সংসার করছেন এবং এই বিষয়টির বিন্দুবিসর্গ অনিন্দিতার অজানা ছিল না। ঋতিকার কথায়, “আমার সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক ছিল। আমরা একসঙ্গে থাকতাম, এটা ওনার জানাই ছিল। তবে এতদিন পর কেন হঠাৎ তিনি পুলিশের কাছে গেলেন?” ঋতিকা আরও জানান, অনিন্দিতাকে আইনি ডিভোর্স নোটিশও পাঠানো হয়েছে।

অনিন্দিতা চট্টোপাধ্যায়ও ঋতিকার বিরুদ্ধেও তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, অতি সাধারণ পরিবারের মেয়ে হয়েও ঋতিকা বিলাসিতার নেশায় মেতেছেন। অনিন্দিতার আশঙ্কা, তাঁর ও তাঁর মেয়ের প্রাপ্য সম্পত্তি থেকে তাঁদের বঞ্চিত করার চেষ্টা চলছে। মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অনিন্দিতা যেমন অনড়, তেমনই আইনি বিয়ের দাবি নিয়ে ঋতিকাও নিজের অবস্থানে অনড়।

spot_img

Related articles

বড় সাফল্য যৌথ বাহিনীর! এনকাউন্টারে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা অনল 

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার ভোরে এক রক্তক্ষয়ী...

ডোডায় গাড়ি দুর্ঘটনায় সেনাদের প্রাণহানিতে শোকপ্রকাশ অভিষেকের

জম্মুর (Jammu) ডোডায় গাড়ি দুর্ঘটনায় (Accident) ১০ সেনার প্রাণহানিতে শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ! ১১ জনকে উদ্ধার ভারতীয় প্রশাসনের

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ (Muri Ganga Accident)। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির নাম 'এমভি তামজিদ নাসির'। বুধবার বিকেলে...

সরকারের চাপে বিশ্বকাপ বয়কট! চরম ক্ষতির মুখে বাংলাদেশ

কূটনীতির আবেগে গা ভাসিয়ে এবং ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ( T20 World Cup )বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আসন্ন...