রেকর্ড গড়লেন পর্বতারোহী রোহিতাশ খিলেরি(Rohtash Khileri)। যেখানে সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া কিছুক্ষণও থাকতে পারে না সেইখানে তিনি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে একটানা ২৪ ঘণ্টা বিনা অক্সিজেনে কাটিয়ে বিশ্বরেকর্ড গড়লেন।

রোহিতাশ খিলেরি (Rohtash Khileri) হরিয়ানার বাসিন্দা। মাউন্ট এলব্রুসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার। দীর্ঘ সময় হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাবে থাকা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনটাই বলছেন বিজ্ঞানীরা। কারণ এত বেশি উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসে।

তবে পর্বতারোহীরা সাধারণত চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব শৃঙ্গে পৌঁছে আবার নেমে আসা। কিন্তু রোহিতাশের মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব সময় ধরে শৃঙ্গে থাকা। কিন্তু যত সময় বাড়ে তত অক্সিজেনের ঘাটতি বাড়ে। শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে সফল হরিয়ানার পর্বতারোহী।

এর আগে বাংলার পিয়ালি বসাক অক্সিজেনের সার্পোট ছাড়াই এভারেস্ট জয় করে নজির গড়েছিলেন।

–

–

–

–

–



