লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় যে কারচুপি করে বাংলায় লোকসভার আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি, সেই চক্রান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফাঁস করেছিলেন ফেব্রুয়ারি মাসে। অন্য রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় (voter list) ঢুকিয়ে সেই একইভাবে বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা বিজেপি করছে নির্বাচন কমিশনকে (Election Commission) দিয়ে। রাজ্যের এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন সেই একই প্রক্রিয়ায় কিভাবে বিজেপি শাসিত রাজ্যের ভোটারের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়, তথ্য পেশ করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের যে দাবি নির্বাচন কমিশন করছে তা আদতে কতটা ভাঁওতা প্রমাণ করে দিল তৃণমূল। মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের বিজেপির জেলা পরিষদের প্রার্থী এখন বীরভূমের (Birbhum) ভোটার। সেই উজ্জ্বলা আপ্পা বুরুংলের নাম এবং পরিচয় তুলে ধরে কমিশন এবং বিজেপির যোগসাজশে যে কারচুপি চলছে তা স্পষ্ট করে তৃণমূল।

তৃণমূলের তুলে ধরার তথ্যে দেখা যাচ্ছে উজ্জ্বলা আদতে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। ২০২৬ সালে যে পঞ্চায়েত নির্বাচন মহারাষ্ট্রে (Maharashtra) হবে, তারই জেলা পরিষদের প্রার্থী তালিকায় পর্যন্ত বিজেপি উজ্জ্বলার নাম রেখেছে। অথচ বাংলায় বীরভূম (Birbhum) জেলার দুবরাজপুর বিধানসভার ১৯৪ নম্বর বুথ থেকে তিনি বাংলার ভোটার! চলতি বছর ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপও করেছেন তিনি। এবার এসআইআর শুনানিতে তার ডাক পড়েছে।

আরও পড়ুন : SIR প্রক্রিয়া ভেস্তে দিতে চাল! অশান্তিতে শুনানি বন্ধ রেখে পুলিশি পদক্ষেপে জোর কমিশনের

আবারও এক বিজেপি শাসিত রাজ্য। আবারও বাংলার ভোটার তালিকায় নাম থাকা ভোটার বিজেপির কর্মী। একদিকে ভোটার তালিকার কারচুপি যে বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র – তা প্রমাণিত হল এই ঘটনায়। অন্যদিকে চলতি এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করে যে হয়রানি বাংলার মানুষের উপর চালাচ্ছে কমিশন, তাতে ভোটার তালিকা আদৌ স্বচ্ছ হচ্ছে না। তৈরি হচ্ছে বিজেপির ক্রিপ্টে লেখা ভোটার তালিকা, তাও প্রমাণিত হল।

In February 2025, Smt. @MamataOfficial had warned that fake voters were being planted in Bengal’s electoral rolls to manipulate democratic outcomes. Today, that warning stands vindicated. While @narendramodi and @AmitShah theatrically tour Bengal crying “ghuspaithiya,” the truth… pic.twitter.com/pcNeWxgzsX
— All India Trinamool Congress (@AITCofficial) January 23, 2026
–

–

–

–



