বিজেপি শাসিত রাজ্য মানেই বাঙালির হেনস্থা, এটা বিজেপির মদতে এক শ্রেণির মানুষ যেন নিজেদের অধিকার বলে মনে করেছে। বাংলার প্রতিবেশী হয়েও বিজেডি (BJD) জমানা শেষ হয়ে বিজেপি জমানা শুরু হতেই ওড়িশায় (Odisha) সেই পার্থক্যটা যেন বেশি করে চোখে পড়ে। ফের বাংলার একাধিক ফেরিওয়ালার (hawker) ওড়িশায় হেনস্থা এমনকি মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)।

একটি ভিডিওতে দেখা যায়, হুগলি জেলার এক প্রৌঢ় ওড়িশায় কম্বল বিক্রি করছিলেন। শীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামগ্রী বিক্রিতেও সমস্যা ওড়িশায়। হুগলির (Hooghly) মহম্মদ আলি মল্লিককে পরিচয় জানার জন্য আধার কার্ড দেখাতে হয়। গ্রামে ঢুকতে বারণ করা হয়। তিনি সেকথা মেনে নিলেও লাঠি দিয়ে তাঁকে মারা হয়, ভিডিও-তে সেটাও স্পষ্ট। সবথেকে বড় কথা, বৃদ্ধের উপর এই অত্যাচার হয় সে বাংলার বাসিন্দা জানার পরে।

আরও পড়ুন : বিজেপির সমর্থনে সরকার গড়বেন: মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ল হুমায়ুন কবীরের আসল মুখ

তবে এই একটি ঘটনা নয়। অন্য একটি ঘটনায় আরও এক বাংলার পরিযায়ী শ্রমিককে (migrant labour) ফেরি করতে বাধা দেওয়া হয়। মোবাইলের ভিডিও তুলতে তুলতেই তাকে চড় মারা হয়। একদিকে প্রাণ ভয়, অন্যদিকে আত্মসম্মানে আঘাত লাগায় চোখের জল ফেলেন বাঙালি সেই ফেরিওয়ালাও। এভাবে বাংলার মানুষের অপমানে বাংলার শাসকদলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, এ কেমন ধরনের পচন ধরা রাজনীতি যা মানুষকে ভাষা শুনে নাগরিকত্ব বিচার করতে শেখায়?

.@BJP4India’s “Double-Engine” rule has now spiralled into open-season lynch mobs against Bengalis. In Odisha, in broad daylight, innocent Bengali youth are being abused, and assaulted after being branded “Bangladeshi”.
In @narendramodi‘s ‘Amrit Kaal’, speaking Bengali itself has… pic.twitter.com/S29x8Og5Nj
— All India Trinamool Congress (@AITCofficial) January 23, 2026
–

–

–

–

–



