একদিকে যখন রায়পুরে ঈশান ঝড় আর সূর্যোদয়ের দাপটে কুপোকাত ফিলিপস- স্যান্টনাররা তখন অন্যদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (under 19 cricket world cup) অপরাজেয় ভারতকে পড়াস্ত করতে প্ল্যান সাজিয়ে রেখেছে ছোটদের নিউজিল্যান্ড দল। শনিবার দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে শীর্ষে থাকতে চান বৈভবরা (Vaibhav Sooryavanshi)। তবে নিউজিল্যান্ডকে দুর্বল ভাবতে রাজি নয় টিম ইন্ডিয়া (India versus New Zealand U19 Cricket World Cup)। শেষ মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিস করেছেন নীল জার্সির উদীয়মান তারকারা। তাতে অবশ্য ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা কাটছে না আয়ুষদের।


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমেরিকা ও বাংলাদেশকে ভারত হারিয়েছে ঠিকই কিন্তু সেক্ষেত্রে অভিজ্ঞান কুণ্ডু আর বৈভব সূর্যবংশীর উপর পুরোপুরি নির্ভর করতে হয়েছে দলকে। এখনও পর্যন্ত মিডল অর্ডার কিছুই করে উঠতে পারেনি। সবথেকে চিন্তা আয়ুস মাত্রের (Ayush Mhatre) ফর্ম নিয়ে।বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদীরাও আগের দুই ম্যাচে রান পাননি। তাই কোন কারণে প্রথমে বৈভব ব্যর্থ হলে চাপ বাড়বে ভারতের।


এদিননিউজিল্যান্ডকে হারালে গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সে উঠবে ভারত। যদি টিম ইন্ডিয়া হেরেও যায় তাহলেও শীর্ষস্থান বজায় থাকবে কারণ রান রেটে অভিজ্ঞানরা এগিয়ে রয়েছেন। যদি সেরকম হয় তাহলে সুপার সিক্সে ভারতকে খেলতে হবে জিম্বাবোয়ে ও পাকিস্তানের বিরুদ্ধে। দুপুর ১টা থেকে খেলা শুরু।

–

–

–

–

–

–

–
–


