আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতাকে পাখির চোখ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতাকে এবার কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেও প্রার্থী করার পরিকল্পনা রাজ্য বিজেপির। তবে বিজেপির একটা বড় অংশ, বিশেষত পুরোনো বিজেপিকে কলকাতা শহরে তেমন সভা সমিতি করতে দেখা যায়নি এখনও। তাঁরা এখনও জেলায় জোর দিচ্ছেন বেশি। ফলে নবনির্বাচিত জাতীয় সভাপতিকে (National President) কলকাতার বদলে জেলার নেতৃত্বের সঙ্গেই প্রথমে সাক্ষাৎ করানো সমীচীন মনে করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নীতীন নবীন (Nitin Nabin) দুদিনের বঙ্গ সফরে বৈঠক করবেন দুই বর্ধমানের নেতাদের সঙ্গে।

জাতীয় নেতৃত্বের তরফে সম্বর্ধনা পাওয়ার দিন বাংলার প্রতি আলাদা গুরুত্ব আরোপ করেননি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। যদিও সেদিনই তাঁর বঙ্গ সফর সূচি তৈরি শুরু হয়ে গিয়েছিল। এরপর বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল ও অমিত মালব্যর সঙ্গে বৈঠক করেন নীতীন নবীন। এরপরই ২৭ জানুয়ারি ও ২৮ জানুয়ারি তাঁর বাংলা সফর চূড়ান্ত হয়।

আরও পড়ুন : রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

স্বরাষ্ট্র মন্ত্রী তাঁর শেষ বঙ্গ সফরে এসে কলকাতার নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছিলেন। দাবি করেছিলেন বাংলা দখল করতে গেলে কলকাতার ২৮ টি আসনের মধ্যে ২০টি আসন জয় করতে হবে। সেই মতো মাঠে নামার নির্দেশ দেন তিনি। অথচ সেই টার্গেট এলাকায় সভাপতি হিসাবে প্রথম রাজ্য সফরে আসছেন না নীতীন নবীন। দলীয় সূত্রে জানানো হয়েছে, ২৭ জানুয়ারি রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন নবীন (Nitin Nabin)। সেই বৈঠক হবে দুর্গাপুরে (Durgapur)। ২৮ তারিখ তিনি বর্ধমানের (Burdwan) চিত্রালয় মেলা ময়দানে সভা করবেন। ২৮ তারিখেই রানিগঞ্জে আসানসোল বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

–

–

–

–

–

–


