সরস্বতী পুজোয় থিমের ছোঁয়া এখন নতুন নয়। তবে সেই থিমের পুজোকে এবার প্রতিযোগিতার মধ্যে দিয়ে স্বীকৃতির সময়। এবছরের সরস্বতী পুজোর থিমের লড়াইয়ে প্রথম টাকি বয়েজ স্কুল (GSMS Taki Boys School)। জেআইএস এবং সংবাদ প্রতিদিনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সরস্বতী পুজোর (Saraswati puja) সৃজনশীলতায় প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে এই স্কুল। পুরস্কার হিসেবে ঝুলিতে ২৫ হাজার টাকা।

নিজেদের পূজা মণ্ডপে এক টুকরো কলকাতাকে তুলে ধরেছে টাকি বয়েজ স্কুল (GSMS Taki Boys School)। তিলোত্তমার বিভিন্ন দ্রষ্টব্য স্থান যেমন ফুটে উঠেছে তাদের কারুকার্যে ঠিক তেমনই জায়গা পেয়েছে বিশ্ববাংলা গেট। হলঘরে ঢোকার মুখেই বিশ্ববাংলা গেটের আদলে তৈরি হয়েছে রেপ্লিকা গেট। শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়া ও শিক্ষা কর্মীদের সুকৌশল নিপুনতায় সৃজনশীলতা এক অন্য মাত্রা পেয়েছে। থিমের পুজোর পাশাপাশি টাকি বয়েজ স্কুলের অভিনবত্ব পুজোর আচারেও। স্কুলে শিক্ষিকা এখানে সরস্বতী পুজো করেন।

আরও পড়ুন : রেড রোডে বেপরোয়া গতির গাড়ি! প্রজাতন্ত্র দিবসের আগে ফের নজরদারিতে প্রশ্ন

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডঃ স্বাগতা বসাক জানান, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং সর্বোপরি পড়ুয়ারা মিলিতভাবে যে কাজ করেছে তা সত্যি অকল্পনীয়। ক্রাফট, কাগজ কেটে যেভাবে তারা পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে, তা এক কথায় অবর্ণনীয়। এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত। বিগত কয়েক বছর ধরেই এরকম নানান ধরনের থিমের উপর আমরা পুজো করে আসছি। বিচারকরা আমাদের শ্রেষ্ঠত্বের পুরস্কার দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।

–

–

–

–

–

–

