Saturday, January 24, 2026

রাজীবের পর পরবর্তী DG কে? নবান্নের তালিকায় ৮ নাম 

Date:

Share post:

রাজ্য পুলিশের বর্তমান ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব কুমারের অবসরের সময় এগিয়ে আসছে। আগামী ৩১ জানুয়ারি তাঁর কর্মজীবনের শেষ দিন। ইতিমধ্যে ২৮ জানুয়ারি তাঁর বিদায় সংবর্ধনার দিনও স্থির হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্য পুলিশের পরবর্তী প্রধান কে হতে চলেছেন?

নিয়ম মেনে গত বুধবার আট জন সিনিয়র আইপিএস অফিসারের একটি তালিকা দিল্লি পাঠিয়েছে রাজ্য সরকার। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নাম যেমন রয়েছে, তেমনই আছে আইনি লড়াইয়ে থাকা আইপিএস রাজেশ কুমারের নামও। এ ছাড়াও তালিকায় রয়েছেন রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তের নাম। রাজীব কুমারের নাম তালিকায় থাকায় ফের জল্পনা শুরু হয়েছে, তবে কি তাঁকেই আবার এই পদে রাখতে চাইছে রাজ্য? যদিও প্রশাসনিক আধিকারিকদের একাংশের দাবি, রাজীব কুমার যেহেতু বর্তমানে ভারপ্রাপ্ত ডিজি, তাই নিয়মমাফিক প্যানেলে তাঁর নাম থাকাটা বাধ্যতামূলক। এর অর্থ এই নয় যে তাঁকেই পুনর্নিয়োগ করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রে খবর, স্থায়ী ডিজি পদের দৌড়ে এই মুহূর্তে তিন জনের নাম নিয়ে জোর চর্চা চলছে। তাঁরা হলেন পীযূষ পাণ্ডে, রাজেশ কুমার এবং রণবীর কুমার। এদের মধ্যে পীযূষ পাণ্ডে বর্তমানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং প্রাক্তন এসপিজি অফিসার হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তবে শেষ পর্যন্ত কার কপালে রাজতিলক জুটবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে নবান্ন।

রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি অবসর নেওয়ার পর থেকেই পদটি ‘ভারপ্রাপ্ত’ দিয়ে চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্যকে তিন মাস আগে নামের প্যানেল পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির কাছে। রাজ্য দেরি করে তালিকা পাঠানোয় গতবার সেই প্যানেল ফেরত পাঠিয়ে দিয়েছিল কমিশন। এবার সেই জট কাটাতে তৎপর নবান্ন। দিল্লি থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা ফিরে আসার পরেই মুখ্যমন্ত্রী চূড়ান্ত নাম ঘোষণা করবেন। এখন দেখার, রাজীব কুমারের উত্তরসূরি হিসেবে কার নাম সিলমোহর পায়।

আরও পড়ুন – ওয়ার রুমে ঢিলেমি নয়, বুথভিত্তিক ‘ভোট রক্ষা কমিটি’ গড়ে জোর লড়াইয়ের বার্তা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কোথায় তালিকা? সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কমিশনকে তোপ অভিষেকের 

ভোটার তালিকায় অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয়...

দেবের পর SIR নোটিশ প্রাক্তন সাংসদ-অভিনেত্রী মিমিকে, ডাক পেলেন মানালিও

অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে(Mimi Chakraborty)এসআইআর হিয়ারিং নোটিশ পাঠানো হল। আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে...

বাংলায় SIR প্রক্রিয়ায় গণতন্ত্র আদৌ রক্ষিত হবে: এবার প্রশ্ন তুললেন অমর্ত্য সেন

একটি ভোটার তালিকা সংশোধনী নিয়ে আতঙ্ক, মৃত্যু, সুপ্রিমকোর্টে মামলা – কোনও নাটকীয়তার অভাব নেই। কিন্তু যে ভোটার তালিকাকে...

‘বীর শহিদ অমর রহে’! সমীরণ সিংকে শ্রদ্ধা জানালেন অভিষেক

শনিবারই ফেরার কথা ছিল। ফিরলেন। তবে সশরীরে নয়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন ১৬৯ নম্বর ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির শহিদ...