একটি ভোটার তালিকা সংশোধনী নিয়ে আতঙ্ক, মৃত্যু, সুপ্রিমকোর্টে মামলা – কোনও নাটকীয়তার অভাব নেই। কিন্তু যে ভোটার তালিকাকে সংশোধন করতে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission), সেই পদ্ধতিটি কী আদৌ গণতান্ত্রিক? এবার বাংলায় এসআইআর (SIR) নিয়ে প্রশ্ন তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)।

চলতি এসআইআর প্রক্রিয়ায় বারবার উঠে এসেছে অমর্ত্য সেনের নাম। তাঁকেও লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় ফেলে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। যদিও তার কারণ যা দেখানো হয়েছে, তা যে ভুল পরে কমিশনই তা স্বীকার করে নিয়েছে। তাঁর পরিবার ও প্রতিবেশীদের হয়রানির মুখে পড়তে হয়েছে। যদিও তা নিয়ে উষ্মা প্রকাশ করেননি নোবেলজয়ী অর্থনীতিবিদ।

তবে এবার এসআইআর প্রক্রিয়ার সামগ্রিক ত্রুটির দিকটি নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন। তাঁর মতে, যত্নের সঙ্গে সময় নিয়ে এসআইআর (SIR) প্রক্রিয়া হলে তা একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু সেটা হচ্ছে না বাংলায়। বাংলায় এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়োর (hurry) সঙ্গে হচ্ছে। এতে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করাকে বিপন্ন করা হতে পারে।

আরও পড়ুন : ভোটার দিবসে জোড়া কর্মসূচি ঘোষণা অভিষেকের: ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, কমিশনে প্রতিনিধিদল

এক বাস্তব সমস্যার উল্লেখ করে অমর্ত্য সেন দাবি করেন, ভোটার তালিকায় (voter list) নাম রাখতে যে নথি চাওয়া হচ্ছে, সমাজের প্রান্তিক মানুষের পক্ষে অনেক সময়ই তা যোগাড় করা কঠিন হতে পারে। এসআইআর তাড়াহুড়োর সঙ্গে করা হচ্ছে। ভোটারদের নথি জমা দেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নিশ্চিত করা উচিত যাতে কোনও প্রাপ্ত বয়স্ক ভারতীয় নাগরিক (adult Indian citizen) তাঁদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হন।

–

–

–

–

–


