মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা (Gold), যত দিন যাচ্ছে ততই মহার্ঘ হয়ে উঠছে হলুদ ধাতু। গত এক বছরে দ্বিগুণ বেড়েছে মহামূল্যবান সোনার দাম। ২৫ জানুয়ারি কলকাতায় গয়না সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪৬,৯০০ টাকা, আর প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম পৌঁছেছে ১,৬০,২৬০ টাকা। যদি ২০২৫ সালে আজকের দিনের হিসেবের দিকে ফিরে তাকানো যায়, তাহলে এই ক্রমবর্ধমান দামের তুলনাটা বুঝতে সুবিধা হবে। ২০২৫ সালের ২৫ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম গহনা সোনার দাম (Gold price) ছিল ৭৫,৫৫০ টাকা, আর ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৮২,৪২০ টাকা। অর্থাৎ এক বছরে একশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ধাতুর মূল্য।

আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, এসবের সরাসরি প্রভাব পড়ছে সোনার দামে। গত কয়েক দিনের রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে রুপোর দামও। প্রতি কেজিতে যা প্রায় তিন লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেছে। বিয়ের মরশুমে মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির।বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৬ সালের মধ্যেই সোনার দাম ২ লক্ষ টাকা হয়ে যেতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন, যে হারে সোনার দাম বাড়ছে সেই মতো মাসিক উপার্জন না বাড়লে বিনিয়োগ বা সেভিংস কোনটাই কি প্রকৃত অর্থে সম্ভব হবে? কবে দাম কমবে, সে উত্তর অধরা।

–

–

–

–

–

–

–

–


