রাষ্ট্রের রক্ষায় ও অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য প্রতিবছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি সম্মানে (President Medal) ভূষিত হন দেশের পুলিশ আধিকারিকরা। এবছরও ব্যতিক্রম নয়। বিশিষ্ট সেবা মেডেল (Distinguished services) ও রাষ্ট্রপতি মেধা মেডেলে (Meritorious services) ভূষিত হবেন রাজ্যের ২২ পুলিশ কর্মী ও আধিকারিক।

আরও পড়ুন : ‘প্রভু’ বিজেপির ‘ভয়েস’ কমিশন: ভোটার্স ডে পালনে কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সেই তালিকায় এবছর রয়েছেন ডেপুটি কমিশনার দেবব্রত সরকার, ডেপুটি পুলিশ সুপার রাম কুমার মণ্ডল। এই দুই আধিকারিক বিশিষ্ট সেবা মেডেল পাচ্ছেন। অন্যদিকে রাষ্ট্রপতি মেধা মেডেল (Meritorious medal) প্রাপক আধিকারিকদের মধ্যে রয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলী ধর (Murli Dhar, IPS)। একই পুরস্কারে ভূষিত হবেন দুই মহিলা পুলিশ কর্মী – সাব ইন্সপেক্টর সূর্যময়ী ছেত্রী ও কনস্টেবল চন্দ্রানী ঘোষ। রাষ্ট্রপতি মেধা মেডেল পাচ্ছেন ২০ জন পুলিশ কর্মী।

–

–

–

–

–

–

–


