Sunday, January 25, 2026

বাবা বিশ্ব বিখ্যাত ক্রিকেটার, ধর্ষণের অভিযোগে শ্রীঘরে পুত্র

Date:

Share post:

মাঠের জাদুকরী লেগ-স্পিনে একসময় বিশ্ব কাঁপিয়েছেন বাবা। কিন্তু তাঁর ছেলের বিরুদ্ধেই এবার উঠল ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। পাকিস্তানের প্রয়াত ক্রিকেট তারকা আব্দুল কাদিরের (Abdul Qadir) ছেলে সুলেমান কাদিরের (Sulaman Qadir) বিরুদ্ধে এক পরিচারিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে লাহোরে। অভিযোগকারিনী মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সুলেমানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযোগকারী ওই মহিলার দাবি, সুলেমান ( Sulaman Qadir)কাদির তাঁকে জোরপূর্বক একটি খামারবাড়িতে নিয়ে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে দায়ের করা এফআইআর-এ উল্লেখ করেছেন তিনি। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওই মহিলা সরাসরি প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মহিলার শারীরিক পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানো হচ্ছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ জোরালো হবে।

কাদির নিজেও ক্রিকেট খেলেছেন। যদিও বাবার মতো আন্তর্জাতিক স্তরে তেমন খ্যাতি পাননি তিনি। ৪১ বছর বয়সী সুলেমান কাদির নিজে একজন পেশাদার ক্রিকেটার ছিলেন। ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৪০টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন।

অন্যদিকে, তাঁর বাবা আব্দুল কাদির ছিলেন লেগ-স্পিন বোলিংয়ের রাজা। আটের দশকে যখন লেগ স্পিন বোলিং হারিয়ে যাচ্ছিল, তখন তিনি একাই এই শিল্পকে নতুন জীবন দিয়েছিলেন। ১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ১০৪টি ওডিআই (ODI) খেলেছেন। ২০১৯ সালে ৬৩ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি।

spot_img

Related articles

বাংলা থেকে ১১ পদ্ম সম্মান: পদ্মভূষণ-বিভূষণে ব্রাত্য

প্রজাতন্ত্র দিবসে রীতি মেনে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানে ভূষিত করা হবে। কেন্দ্রের তরফে রবিবারই...

প্রয়াত বিবিসির সাংবাদিক মার্ক টুলি: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বিবিসি-র প্রাক্তন সাংবাদিক মার্ক টুলির প্রয়াণে অবসান হল একটি যুগের। স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত ভারতের...

থাকছে দেশীয় প্রযুক্তির প্রদর্শনী! সাধারণতন্ত্র দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ রেড রোডে

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এ বারও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ। জাতীয় নিরাপত্তা,...

ভোটাধিকার রক্ষায় জাতীয় ভোটার দিবসে রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের 

এসআইআরের আড়ালে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে পথে নামল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...