রাজ্যে SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে এখনও আতঙ্কের শেষ নেই(SIR harassment)। একের পর এক আতঙ্কে প্রাণ হারাচ্ছেন শুনানির নোটিশ আশা ভোটাররা। ফের শুনানির নোটিশ (SIR hearing notice) ঘিরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এদিন চার ভিন্ন জেলা থেকে SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

কোচবিহারের শীতলকুচি ব্লকের নল গ্রামে SIR নোটিশ পাওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ছাপিয়া খাতুন বিবি(৭০)। পরিবারের দাবি নোটিশ হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার দায়ী নির্বাচন কমিশনের উপরে চাপিয়েছে পরিবার।
অন্যদিকে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের টিকাটুলি কালিরহাট এলাকায় আতঙ্কে মৃত্যু হয়েছে নিবাস সরকারের (৫৪)। জানা গিয়েছে নিবাস সরকারের ছেলে অনীক সরকারের নামে SIR-এর শুনানির নোটিশ আসে বাড়িতে। অভিযোগ, সেই আতঙ্কেই মারা যান বাবা নিবাস সরকার। পরিবারের অভিযোগ, নথি জমা দেওয়ার পরেও নোটিশ আসায় মানসিক চাপে ছিলেন তিনি। এদিন মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের! সেবাশ্রয়ের সুফল!

মুর্শিদাবাদ জেলার নওদা থানার ত্রিমোহিনী পশ্চিমপাড়া এলাকায় মৃত্যু হয়েছে তোজাম্মেল শেখের (৬৫)। তৃণমূল কংগ্রেসের নওদা বিধানসভা এলাকার পর্যবেক্ষক মোশারফ হোসেন মধু বলেন, তোজাস্মেল ছাড়াও তার পরিবারের আরো দু’জনের নামেও শুনানির নোটিশ আসে। আতঙ্কগ্রস্ত ছিলেন ওই বৃদ্ধ। এদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তার মৃত্যু হয়।

–

–

–

–

–

–

–


