এসআইআরের আড়ালে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে পথে নামল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে রবিবার জাতীয় ভোটার দিবসে ভোটাধিকার হরণের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। বিজেপি-কমিশনের যৌথ চক্রান্তে বৈধ ভোটারদের নাম কেটে ভিনরাজ্যের বিজেপি ক্যাডারদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর প্রতিবাদে গর্জে উঠেছে কাকদ্বীপ থেকে কোচবিহার। কলকাতাতেও ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল, পথসভার নেতৃত্বে ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ৷ এদিন গড়িয়াহাটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এসআইআর চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের৷ গোলপার্কে মিছিলের নেতৃত্বে ছিলেন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ রাজ্যের উত্তরে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে নাগরাকাটা ব্লকে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিমে চক্রান্তমূলক এসআইআরের প্রতিবাদে বারুইপুর থানার সামনে পথসভায় ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশে বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে প্রতিবাদ-মিছিল অনুষ্ঠিত হল ঝাড়গ্রামে। আসানসোল উত্তর বিধানসভায় বাংলার প্রতিবাদী মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে পথসভায় ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। হিঙ্গলগঞ্জে বিশাল প্রতিবাদ সভায় ছিলেন সাংসদ পার্থ ভৌমিক।

আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কার্যালয়ের সামনে থেকে এদিন বিরাট বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়। মিছিলে ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় প্রমুখ। প্রতিবাদ সভার আয়োজন করা হয় কালচিনি ব্লকেও। রাজ্যের দক্ষিণে হাওড়া পুরসভার ৩৮ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল ও ৪০ নং ওয়ার্ডে পথসভার আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন হাওড়া সদর মহিলা তৃণমূলের সভানেত্রী ও বিধায়ক নন্দিতা চৌধুরি ও দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরি। বসিরহাটের ৪ নং ওয়ার্ড অঞ্চলে প্রতিবাদ সভার নেতৃত্বে ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি-কমিশনের অশুভ আঁতাতের বিরুদ্ধে প্রতিবাদ সভায় ছিলেন যুব তৃণমূল নেতা সুদীপ রাহা। প্রতিবাদ সভা হয় বসিরহাটের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতেও। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে এসআইআর-চক্রান্তের প্রতিবাদে বিশাল মিছিলের নেতৃত্বে ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। মেদিনীপুর শহরের প্রতিবাদ মিছিলে ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। আবার গড়বেতায় জাতীয় ভোটার দিবসে গণতন্ত্র হরণের প্রতিবাদে পথসভায় ছিলেন বিধায়ক উত্তরা সিংহ হাজরা।

আরও পড়ুন – হিন্দুত্ববাদী সংগঠনের হেনস্তার অভিযোগ! যোগীরাজ্যে রেস্তোরাঁর তিনতলা থেকে ঝাঁপ যুবক-যুবতীর

_

_

_

_

_

_

_
_


