প্রজাতন্ত্র দিবসে রীতি মেনে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানে ভূষিত করা হবে। কেন্দ্রের তরফে রবিবারই সেই তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুসারে সর্বোচ্চ পদ্মবিভূষণ (Padmavibhushan) সম্মান পাচ্ছেন পাঁচজন। দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণের (Padmabhushan) জন্য বেছে নেওয়া হয়েছে ১৩ জনকে। সেইসঙ্গে পদ্মশ্রী (Padmashri) সম্মানে ভূষিত করা হচ্ছে ১১৩ জনকে। পদ্মশ্রী-র এই তালিকাতেই স্থান পেয়েছেন বাংলার ১১ কৃতি ব্যক্তিত্ব। তবে এবারেও পদ্মভূষণ, এমনকি পদ্মবিভূষণের জন্য কোনও বঙ্গ সন্তানের নাম বিবেচিত হয়নি।

চলচ্চিত্র জগতে প্রায় চার দশকের অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর এই সম্মানে স্বভাবতই একরাশ খুশির ছোঁয়া টলিউডে। শিল্পকলায় এবারের পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রখ্যাত তবলা বাদক কুমার বোস। বেনারস ঘরানার প্রবীণ বাদকের পাঁচ দশকের কাজের স্বীকৃতি এই সম্মান। আরেক শিল্পী প্রখ্যাত সন্তুর বাদক তরুণ ভট্টাচার্যকে পদ্মশ্রীতে ভূষিত করা হবে। নতুন রাগ ও সুরের সৃষ্টির সম্মান জানানো হবে তাঁকে। বাংলা নাট্য জগতে প্রায় ছয় দশকের অবদানের জন্য মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে প্রখ্যাত পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব হরি মাধব মুখোপাধ্যায়কে।

শিক্ষা ও সাহিত্যের প্রসারের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্ম সম্মানের ঘোষণা করা হয়েছে। প্রখ্যাত সাঁওতালি ভাষা সাহিত্যিক রবিলাল টুডুকে সাঁওতালি ভাষায় সাহিত্য ও ভাষার প্রসারের অবদানের জন্য পদ্মশ্রী (Padmashri) সম্মানে ভূষিত করা হবে। দার্জিলিং পার্বত্য এলাকায় শিক্ষার প্রসারের স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে গম্ভীর সিং ইয়নজনকে। সাহিত্যে অবদানে পদ্মশ্রী সমান পাবেন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি অশোক কুমার হালদার। রসায়নবিদ্যায় যুগান্তকারী অবদান ও রসায়ন শিক্ষার প্রসারে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হবে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়কে।

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিৎসক সরোজ মন্ডল। ৯ ঘন্টায় ২২ টি পেসমেকার বসানোর মতো বিরল কৃতিত্বের অধিকারী তিনি।

আরও পড়ুন : প্রয়াত বিবিসির সাংবাদিক মার্ক টুলি: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্র বাংলায় শিল্পকলার ক্ষেত্রে অবদান রাখা শিল্পীদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। কাঁথাস্টিচ শিল্পে বিশেষ অবদান এবং এই শিল্পী মহিলাদের যুক্ত করার কৃতিত্বের স্বীকৃতি পাবেন তৃপ্তি মুখোপাধ্যায়। বাংলার অন্যতম জামদানি শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়া হবে জ্যোতিষ দেবনাথকে।

–

–

–

–


