Monday, January 26, 2026

Ind vs Nz T20: অভিষেক ঝড় অব্যাহত, বুমরাহ-সূর্যের দাপটে সিরিজ জয়

Date:

Share post:

তৃতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল ভারত(India)। ৫ ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপের আগে ব্যাট হাতে ছন্দে ফিরলেন সূর্যকুমার, সঙ্গে বোলিংয়ে স্বস্তি দিলেন বুমরাহ।।

ভারতের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তালে নিউজিল্যান্ড।
ভারতীয় ক্রিকেট দল টস জিতে ইতিমধ্যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।  এই ম্যাচে দু’টি বদল করে ভারত। বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংয়ের বদলে আসেন জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই।

গত ম্যাচে বিশ্রামের পর ষষ্ঠ ওভারে বল করতে এসেই উইকেট পান বুমরাহ। টিম সেইফার্টকে (১২) বোল্ড করেন তিনি।নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৮ রান করেন গ্লেন ফিলিপস। মার্ক চাপম্যান করেন ৪৮ রান। শেষ দিকে স্যানটানার ১৭ বলে ২৭ রান করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান।

ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নিলেন বুমরাহ। দুটি করে উইকেট নিলেন রবি ও হার্দিক। বুমরাহের বোলিং স্বস্তিতে রাখবে টিম ম্যানেজমেন্টকে।

গত ম্যাচে রান না পেলেও গুয়াহাটিতে ব্যাটিংয়ে ঝড় তুললেন শর্মাজি। অভিষেক ২০ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেললেন। ৭টি চার ও ৫ টি ছক্কা মারেন।

অর্ধশতরান করলেন সূর্যকুমারও। গত ম্যাচেই ছন্দে ফিরেছিলেন, রবিবারও স্বমহিমায় স্কাই। ২৬ বলে ৫৭ রান করে জয় নিশ্চিত করলেন দলের সেই সঙ্গে বিশ্বকাপের আগে গম্ভীরকে চিন্তা মুক্ত করলেন। ঈশান ১৩ বলে ২৮ রান করলেন। তবে জয়ের মধ্যেও চিন্তা সঞ্জুর অফ ফর্ম। এই ম্যাচেও রান পেলেন না।
বিশ্বকাপের আগে এখনও দুটি ম্যাচ বাকি ফলে পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে পারবেন গম্ভীর।

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...