চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ। প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম সম্মান (Padma Awards) প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় আছেন ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব। এর মধ্যে দু জন বিদেশি নাগরিক।

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর( Harmanpreet Kaur) এবং প্রাক্তন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা((Rohit Sharma)। হি্টম্যান রোহিতের নেতৃত্বে টি২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। অন্যদিকে, হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেটে একজন কিংবদন্তি। তাঁর নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে মহিলা দল।

পাশাপাশি ভারতীয় টেনিসের কিংবদন্তি বিজয় অমৃতরাজকে প্রদান করা হয়েছে পদ্মভূষণ সম্মান। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান পাচ্ছেন তাঁরা।

২০২৬ সালের একমাত্র ক্রীড়াবিদ হিসাবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। ১৯৮৩ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। পেয়েছেন অর্জুন পুরস্কার। ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন তিনি। যদিও টেনিস কিংবদন্তি বর্তমানে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া পাচ্ছেন পদ্মশ্রী। সেইসঙ্গে মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভি। জর্জিয়ার নাগরিক হলেও সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াদের মতো অলিম্পিক পদকজয়ীদের কোচিং করিয়েছেন মেস্তভিরিশভি। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন কে পাজানিভেল, তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলামবাম মার্শাল আর্টে অনবদ্য অবদানের জন্য। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারে অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী পাচ্ছেন ভগবানদাস রায়কর। প্যারা অ্যাথলিট প্রবীন কুমার, হকি খেলোয়াড় বলদেব সিংও এই সম্মান পাচ্ছেন।

–

–

–

–

–


