কলকাতার রেড রোড থেকে দিল্লির কর্তব্য পথ – প্রজাতন্ত্র দিবসের আগে সাজ সাজ রব। নিরাপত্তা জনিত সতর্কতার পাশাপাশি এই প্রজাতন্ত্র দিবসে ফের একবার দেশের সংবিধান ও সার্বভৌমত্বকে রক্ষার বার্তা স্মরণ করার পালা। গোটা দেশে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগেই দেশবাসীকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রজাতন্ত্র দিবসে গণতন্ত্রে মানুষের অধিকার স্মরণ করিয়ে বার্তা দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানান, গণতন্ত্র দিবস আমাদের স্বতন্ত্রতা, সংবিধান (Constitution) আর লোকতান্ত্রিক (democracy) মূল্যবোধের উজ্জ্বল প্রতীক। এই পর্বটি আমাদের একজোট হয়ে রাষ্ট্র গঠনের সংকল্প নিতে এগিয়ে চলার নতুন উদ্যম আর প্রেরণা দেয়।

Best wishes on Republic Day.
May this occasion add renewed energy and enthusiasm in our collective resolve to build a Viksit Bharat.
— Narendra Modi (@narendramodi) January 26, 2026
অন্যদিকে সংবিধান রক্ষার বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় জানান, এই প্রজাতন্ত্র দিবসে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আরও একবার নিশ্চিত করি আমাদের সংবিধানের মূল ভাবনাগুলি – বিচার, সাম্য, একতা ও সৌভ্রাতৃত্ব। আসুন এগিয়ে চলি বহুত্ববাদ, বিভিন্নতা, অন্তর্ভুক্তিকরণ ও সামাজিক সম্প্রীতির দিকে। আজকের দিনে সেই পুরোনো কথা স্মরণ করি – চিরন্তন সতর্কতাই স্বাধীনতাকে মূল্য দেবে। আজকের দিনে আমি সকলের কাছে সেই সতর্ক থাকার বার্তা দিই। আমাদের গণতন্ত্র (democracy) ও আমাদের সংবিধান (Constitution) আজ সকলের যৌথ নজরদারি দাবি করে।

সেই সঙ্গে রাষ্ট্রগঠনে যাঁরা অবদান রেখেছেন তাঁদের স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজকের দিনে প্রণাম জানাই আমাদের সকল স্বাধীনতা সংগ্রামীদের, সকল সংবিধানের রচয়িতাদের, সেই সঙ্গে আমাদের সেনা জওয়ান ও দেশের প্রত্যেক নাগরিককে।

On this Republic Day, I extend my heartfelt greetings to all. Let us reaffirm our commitment to the core values of our Constitution — justice, liberty, equality, and fraternity. Let us strive towards plurality, diversity, inclusiveness and social harmony.
I am reminded today of…
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2026
৭৭তম প্রজাতন্ত্র দিবসে বর্তমান গণতন্ত্রের পরিস্থিতি তুলে ধরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সংবিধানকে কমিয়ে ফেলা হয়েছে মাত্র এক ধাক্কায় নয়, অনেক ঘা দিয়ে। যে প্রতিষ্ঠানের গণতন্ত্রকে রক্ষা করার কথা ছিল, তা ভয়ের পরিবেশ তৈরি করেছে। জাতিগুলিকে প্রান্তিক জাতিতে পরিণত করা হয়েছে। সাধারণ ভাষা, খাদ্য, ভালোবাসা ও বিশ্বাসের স্বাধীনতার উপর নজরদারি, তুল্যমূল্য বিচার ও প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। প্রজাতন্ত্র দিবস শুধুই স্মরণ করার নয়, এটি হিসাব মিলিয়ে নেওয়ারও। একটি সংকল্প নেওয়ার আগে একটি বিরতি। এটি আমাদের স্পষ্ট দর্শনের, সততার সঙ্গে বলার, অন্যায়ের প্রতিবাদ করার এবং যা কিছু ফাঁকিতে পড়ে যাচ্ছে তাকে নতুন করে গঠন করার সময়। প্রজাতন্ত্র দিবসের অস্তিত্ব ক্ষমতাসীনের অনুগ্রহে নয়, প্রতিদিন মানুষ তাকে বেছে নেওয়ার জন্য বজায় থাকে। এবং আমরা একেই বেছে নেব, রক্ষা করব এবং এর প্রতিশ্রুতিগুলিকে সজীব রাখব।

Justice. Liberty. Equality. Fraternity.
Not words carved in stone, but promises written in blood and breath. Promises born in sacrifice, tempered in struggle, and carried across generations as the living soul of our Republic. These are the values our freedom fighters died for,…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 26, 2026
–

–



