প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের! ঘটনাটি ঘটেছে তমলুক থানার রাম তারক এলাকায়। এই এলাকার হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে তরুণীর মৃতদেহ। খুন হওয়া তরুণীর নাম শ্রাবণী ভুঁইয়া(৩২)। অভিযুক্ত যুবকের সঙ্গে শ্রাবনীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে।

মৃত শ্রাবণী ভূঁইয়া পাঁশকুড়ার মেচগ্রামে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায়। সরস্বতী পুজোর দিন রামতারক এলাকার হোটেলে শ্রাবণী ও অভিযুক্ত বীরবাহু মান্না একসঙ্গে ছিলেন। আরও পড়ুন: SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ

প্রাথমিক তদন্তের পর পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, শ্রাবণী ও বীরবাহুর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এদিন হোটেলে এনে শ্রাবণীকে খুন করার পর বীরবাহু নিজেও বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে তমলুক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

–

–

–

–

–

–

–


