কয়েক দিন আগেই মৃত্যুর গুজব রটেছিল মাইকেল শ্যুমাখারের (Michael Schumacher)। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাপারে সেভাবে কিছুই জানা যায়নি। অবশেষে গতির দুনিয়ার রাজা শারীরিক অবস্থা নিয়ে পাওয়া গেল কিছুটা হলেও মন ভালো করা খরবর।

একাধিক আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১২ বছর পর বিছানা ছেড়ে হুইলচেয়ারে বসতে পারছেন শ্যুমাখার(Michael Schumacher)।তাঁর স্ত্রী করিনা এবং চিকিৎসা কর্মীদের একটি দল ২৪ ঘণ্টা তাঁর খেয়াল রাখেন। তবে এখনও কথা বলতে পারছেন না তিনি। চোখের ইশারাতেই বোঝাতে পারেন অভিব্যক্তি।

৯১টি গ্রাঁপি ও সাতটি বিশ্বখেতাব জয়ের রেকর্ড রয়েছে মাইকেল শ্যুমাখারের(Michael Schumacher)। ফর্মুলা ওয়ানের ইতিহাসে এমন রেকর্ড কারোর নেই। কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু বদলে দেয়।

২০১৩ সালের ডিসেম্বরে ফরাসি আল্পসে স্কি করতে গিয়ে মাথায় চোট পেলেন, তার পর থেকে তিনি একেবারেই অন্তরালে। ১২ বছর পেরিয়ে গেছে, কিন্তু বিশ্বের কোটি কোটি ভক্তের কাছে তিনি এখনও এক বিষণ্ণ অধ্যায়।

কিন্তু কয়েক দিন আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে—‘মারা গেছেন মাইকেল শ্যুমাখার। মুহূর্তেই শোকের ছায়া ক্রীড়াবিশ্বে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রেস্ট ইন পিস’ লিখে শোক প্রকাশ করতে শুরু করেন, কিন্ত পরে খবরটি ভুল হয়।

–

–

–

–

–


