সোমবারের পর মঙ্গলেও মহার্ঘ হলুদ ধাতু। যত সময় যাচ্ছে ততই সোনার দামের (Gold price) গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। এদিন সকাল থেকেই দেশের যার বড় শহর কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাইয়ের বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম অনেকটাই বেড়েছে। রুপোর দামেও (Silver price) ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে বলে পর্যবেক্ষণ ব্যবসায়ীদের।


এদিন মুম্বই ও কলকাতায় সোনার দাম মোটামুটি একই স্তরে রয়েছে। আনুমানিক প্রতি ১০ গ্রাম সোনার দাম ২২ ক্যারেটের ক্ষেত্রে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৪৫০ টাকা (আনুমানিক)। সমপরিমাণ ২৪ ক্যারেটের খুচরো পাকা সোনার দাম ১ লক্ষ ৬১ হাজার ৯৫০ টাকা।চেন্নাইয়ে রেট সামান্য বেশি। আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন না হলে আগামী কয়েক দিনে সোনার দাম কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

–

–

–

–

–

–

–

–


