আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Massive Fire incident) মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার ভোরে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। এখনও পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রায় একদিন ধরে চলা উদ্ধার ও আগুন নেভানোর কাজ শেষে মঙ্গলবার দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। যদিও এদিন সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছিল বলে দমকল সূত্রে জানানো হয়েছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ডেকওয়ার্স এলাকা সংলগ্ন একটি খাবারের গোডাউনে প্রথম আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মঙ্গলবার দুপুরের পর ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত ১২ জনের নামে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলির ডিএনএ পরীক্ষা করা হবে। বুধবার থেকেই ডিএনএ টেস্ট শুরু হওয়ার কথা। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদের দেহাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপরই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। আরও পড়ুন: বিয়ের দিনে SIR শুনানিতে ডাক! বরযাত্রী নিয়ে হেয়ারিং সেন্টারে হাজির বর

মঙ্গলবার সকাল ১১টার নাগাদ ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন দমকল বিভাগের ডিজি। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে এলাকায় যান কলকাতা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্যই তাঁকে পাঠিয়েছে।

–

–

–

–

–

–



